ট্রাম্পকে ভোট দিয়ে এখন অনুশোচনায় সমর্থকরা!

আসছে জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সব সংশয় কাটিয়ে চূড়ান্ত জয় পেয়েছিলেন তিনিই। আর এই জয়ের পেছনে প্রধান ভূমিকা রাখেন তাঁর ভক্ত-সমর্থকরা। তবে সেই সমর্থকরাই এখন বেশ অনুশোচনায় ভুগছেন!
সমর্থকদের অনুশোচনার পেছনের কারণ হিসেবে দেখা হচ্ছে, নির্বাচনী প্রতিজ্ঞা ভঙ্গকে। সমর্থকদের অনেকেই বলছেন, ট্রাম্প নির্বাচনের আগে করা বিভিন্ন প্রতিজ্ঞা, জয় লাভ করার পর ভঙ্গ করেছেন। এর মধ্যে হিলারি ক্লিনটনকে বিচারের মুখোমুখি করা থেকে শুরু করে মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার প্রস্তাব থেকে সরে আসার মতো বিষয়গুলোও রয়েছে।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে বিভিন্ন পোস্টে সমর্থকদের মধ্যে এই অসন্তোষের গন্ধ পাওয়া গেছে।
একজন সমর্থক টুইট করেছেন, ‘ট্রাম্প আসলে হেরে গেছেন। তাঁকে দেখে মনে হচ্ছে, তিনি জানতেন না কী ঘটতে যাচ্ছে। আমি আমার ভোটের জন্য দুঃখ প্রকাশ করছি।’
আরেকজন লিখেছেন, ‘তাঁকে (হিলারি) আটকের বিষয়টা কী হলো? আমি কি আমার ভোট ফিরিয়ে নিতে পারি? তুমি মিথ্যা বলেছিলে।’
আরেক সমর্থক পোস্ট করেছেন, ‘আমি আমার ভোট ফিরিয়ে নিতে চাই। এর থেকে গ্যারি জনসনকে ভোট দেওয়া ভালো ছিল।’