বিস্ফোরণে খনিতে গেল ১৭ প্রাণ

চীনের বাওমা মাইনিং কোম্পানি পরিচালিত একটি খনিতে বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছে।
চীনের উত্তরে মঙ্গোলিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চলে একটি কয়লাখনি বিস্ফোরণে অন্তত ১৭ নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চিফেং নগরীর ইউয়ানবাউসা জেলার ওই খনিটি বাওমা মাইনিং কোম্পানি পরিচালনা করে। খনিটিতে কতজন দুর্ঘটনার শিকার হয়েছে, তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। উদ্ধারকাজে নামার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুতি নিয়েছে। বিস্ফোরণের ঘটনা তদন্ত করা হবে।