নিউইয়র্কে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধে পদক্ষেপ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য কর্তৃপক্ষ নগরীর বাইরে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ইন্ডিয়ান পয়েন্ট বন্ধে আরো পদক্ষেপ নিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সোমবার এ কথা জানান।
নিউইয়র্কের আপিল আদালতের এক রুলিংয়ে পারমাণবিক কেন্দ্রে দুটি চুল্লীর কার্যক্রম অব্যাহত রাখতে এনার্জির চাহিদা অনুযায়ী একটি অনুমোদন নবায়নের আবেদন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। চুল্লি দুটির কার্যক্রম ১৯৭৪ ও ৭৬ সালে শুরু হয়।
দেশটির নিন্ম আদালতের একটি রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে আপিল আদালত তাঁদের উদ্বেগ সংবলিত নথি রাজ্যের পররাষ্ট্র দপ্তরে দাখিল করার নির্দেশ দেন।
রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেন, পররাষ্ট্র দপ্তর ইতোমধ্যে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ইন্ডিয়ান পয়েন্টের কার্যক্রম চালু রাখার জন্য লাইসেন্স নবায়নের আবেদন নিউইয়র্কের দীর্ঘদিনের উপকূলীয় ব্যবস্থাপনা কর্মসূচির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং নিউইয়র্কের উপকূল রক্ষায় এ কর্মসূচি অব্যাহত রাখা হবে।
২০১১ সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক বিপর্যয়ের পর অ্যান্ড্রু কুমো ইন্ডিয়ান পয়েন্ট বন্ধের চাপ দিয়ে আসছে।