‘ট্রাম্পকে পছন্দ না হলে দেশ ছাড়ুন’

যাঁরা ট্রাম্পকে পছন্দ করেন না তাঁদের অন্য দেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আদালতের বিচারক জন প্রিমোমো।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের স্যান এন্তোনিওতে একটি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ওই বিচারক এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি আপনারা ট্রাম্পকে ভোট দিয়েছেন অথবা দেননি, তারপরও এদেশের নাগরিক হিসেবে ট্রাম্প আপনাদের প্রেসিডেন্ট এবং তিনি আপনাদের প্রেসিডেন্ট হবেন। যদি আপনারা ট্রাম্পকে পছন্দ না করেন তবে অন্য দেশে চলে যান।’
এ বক্তব্য দেওয়ার পর ট্রাম্পবিরোধী আন্দোলনকারীরা বিচারক প্রিমোমোর তীব্র সমালোচনা করে তাঁর পদত্যাগ দাবি করেছেন।
প্রিমোমো বলেন, ‘আপনারা আন্দোলন করছেন, আপনাদের সে অধিকার আছে। কিন্তু আন্দোলন করতে গিয়ে আমেরিকার পতাকা, জাতীয় সংগীতকে অবমাননা করতে পারেন না। আমি এটাকে ঘৃণা করি।’
বিচারক প্রিমোমো বলেন, তিনি চান তাঁর বক্তব্য সবার মধ্যে ঐক্যসাধন করবে এবং তা প্রেসিডেন্ট অফিসের প্রতি শ্রদ্ধাশীল। এটা কোনো রাজনৈতিক বক্তব্য বা বিভেদ সৃষ্টি করার জন্য নয়। তিনি বলেন, তিনি নিজেও ট্রাম্পকে ভোট দেননি।
এদিকে, প্রিমোমোর এমন বক্তব্য বিতর্কের জন্ম দিয়েছে এবং জনগণ তাঁর পদত্যাগ দাবি করছে। ট্রাম্পের জয়ের পর থেকেই যুক্তরাষ্ট্রের প্রায় ১২টি নগরীতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করতে থাকে।