ক্যালিফোর্নিয়ায় ভোটকেন্দ্রের কাছে গুলি, একজন নিহত

ক্যালিফোর্নিয়ায় ভোটকেন্দ্রের কাছে গুলিতে একজন নিহত হওয়ার পর ঘটনাস্থল ও আশপাশ ঘিরে রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি : রয়টার্স
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলীয় শহর আজুসায় একটি ভোটকেন্দ্রের কাছে গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে তিনজন।
স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে।
গোলাগুলির পর ওই ভোটকেন্দ্র, পাশের একটি পার্ক ও ভোটকেন্দ্রসংলগ্ন স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির পুলিশপ্রধানের দপ্তর থেকে জানানো হয়, সন্দেহভাজন বন্দুকধারী ঘটনাস্থলের কাছেই লুকিয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে।
লস অ্যাঞ্জেলেস পুলিশপ্রধান দপ্তরের মুখপাত্র ভিনসেন্ট প্লেয়ার বলেন, নির্বাচনের দিন কিংবা নির্বাচনের কেন্দ্রের কোনো বিষয়কে নিয়ে গোলাগুলি হয়েছে বলে প্রাথমিক কোনো তথ্যে জানা যায়নি।
তবে লস অ্যাঞ্জেলেস কাউন্টি রেজিস্ট্রার ও রেকর্ডার দপ্তরের এক টুইটে দুটি ভোটকেন্দ্রের আশপাশের এলাকা এড়িয়ে চলতে লোকজনকে পরামর্শ দেওয়া হয়েছে।