হিলারি অথবা ট্রাম্প কাউকেই ভোট দেননি বুশ

হিলারি অথবা ট্রাম্প কাউকেই ভোট দেননি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, জানিয়েছেন তাঁর মুখপাত্র ফ্রেডডি ফোর্ড। এর আগে বুশ হিলারি ক্লিনটনকে ভোট দিয়েছেন এমন একটি খবর সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফরচুন ম্যাগাজিন জানিয়েছে, উপস্থাপক রবার্ট লিমবাঘ এই খবরটি প্রথম প্রকাশ করেন। তারপর বিভিন্ন সংবাদমাধ্যম এ নজিরবিহীন ঘটনাটির খবর প্রচার শুরু করলে বুশ পরিবারের মুখপাত্র বিষয়টি খোলাসা করে বিবৃতি পাঠান।
বিবৃতিতে ফ্রেডডি ফোর্ড জানান, দুই সপ্তাহ আগে আগাম নির্বাচনে ভোট দিয়েছে জর্জ ডব্লিউ বুশ ও লরা বুশ। তবে তাঁরা প্রধান দুই দলের কোনো প্রার্থীকেই ভোট দেননি।
এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে এক রেডিও অনুষ্ঠানে লিমবাঘ জানান, ভাই জেব বুশ মনোনয়ন না পাওয়ায় বুশ পরিবার রিপাবলিকান দলের উপর ক্ষুব্ধ। আর তাই তারা দলটির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট না দিয়ে বিরোধীশিবির ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারিকে ভোট দিয়েছেন।
লিমবাঘ প্রার্থীতা বাছাইয়ের সময় জেব বুশকে উদ্দেশ্য করে ট্রাম্পের কঠোর আক্রমণের কথা শ্রোতাদের মনে করিয়ে দেন। এ সময় তিনি জর্জ ডব্লিউ বুশের বাবা সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের ক্লিনটন পরিবারের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক ও বারবারা বুশের উক্তি- ‘কিভাবে একজন নারী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিতে পারে?’ কথাটি শ্রোতাদের মনে করিয়ে দেন।
পরে অবশ্য এই পুরো ব্যাপারটিকেই বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন বুশ পরিবারের মুখপাত্র মুখপাত্র ফ্রেডডি ফোর্ড।