পুয়ের্তোরিকানরা কি মার্কিন নির্বাচনকে প্রভাবিত করবে?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ফ্লোরিডা অঙ্গরাজ্যে ভোটে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন এগিয়ে রয়েছেন। এই এলাকায় লাতিনো এবং ক্যারিবিয়ান-আমেরিকান জনসংখ্যার সঙ্গে উল্লেখযোগ্যসংখ্যক পুয়ের্তোরিকান ভোট দিয়েছে।
বিগত নির্বাচনগুলোর কয়েকটিতে ফ্লোরিডা অঙ্গরাজ্য ছিল একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী লড়াইয়ে ক্ষেত্র। রাজনৈতিকভাবে সক্রিয় কিউবান-আমেরিকান জনসংখ্যার জন্য এই রাজ্যটি পরিচিত। কিন্তু এর পুয়ের্তোরিকান ভোটাররা এবার প্রাথমিকভাবে এই নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এই রৌদ্রজ্জ্বল রাজ্যটিতে বর্তমানে ১০ লাখ পুয়ের্তোরিকানের বসবাস।
জরিপ সংস্থা ইউনিভিসনের মতে,প্রধানত পুয়ের্তোরিকো দ্বীপ থেকে আসা নতুনরা শুধুমাত্র ডেমোক্র্যাট ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছে। একটি দ্বীপ থেকে আসা ভোটারের সংখ্যার দিকে থেকে বিশ্বে এটি সর্বোচ্চ। ফ্লোরিডায় ক্রমবর্ধমান পুয়ের্তোরিকান জনসংখ্যা কিউবান আমেরিকানদের প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক শক্তিতে পরিণত হচ্ছে।
পিউ রিসার্চ সেন্টারের মতে,২০১৫ সালে পুয়ের্তোরিকোর জনসংখ্যা ৩৫ লাখ থেকে ৯ শতাংশ কমে গেছে। দ্বীপটি ঋণ সংকটে ভুগছে। এ কারণে যুক্তরাষ্ট্রের এই ভূখন্ডের অর্থনীতির দায়িত্ব কেন্দ্র গ্রহন করেছেন। অনেক পুয়ের্তোরিকান অর্থনৈতিক স্বচ্ছলতার জন্য মূলভূমিতে এসেছে, বিশেষ করে মধ্য ফ্লোরিডায়। কিন্তু রাজ্যে পুয়ের্তোরিকানদের এই প্রভাব ঠিক নতুন নয়।
ফিউচার মিডিয়ার রাজনৈতিক সম্পাদক এবং ল্যাটিনো রিবেলস এর প্রতিষ্ঠাতা জুলিও ভ্যারেলা বলেন, ‘কিছু ব্যক্তির পুয়ের্তো রিকানদের ক্রমবর্ধমান রাজনৈতিক ক্ষমতার দিকে দৃষ্টি। কিন্তু এদের প্রভাব সম্পর্কে সহজে পূর্বাভাস করা গিয়েছিল। আর তাই এবারের নির্বাচনে প্রভাব রাখতে পারে পুয়ের্তোরিকানরা।’