মিশেল ওবামার বক্তৃতা চুরি করেছেন ট্রাম্পের স্ত্রী!

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডের রিপাবলিকান জাতীয় সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের ভালোই প্রচার চালিয়েছেন স্লোভেনিয়ার সাবেক মডেল ও ডোনাল্ড ট্রাম্পের বর্তমান স্ত্রী মেলানিয়া ট্রাম্প। সম্মেলনে হৃদয়গ্রাহী বক্তৃতার জন্য প্রশংসা কুড়ান তিনি। তবে কিছুক্ষণের মধ্যেই জানা যায়, মেলানিয়ার বক্তৃতার কিছু অংশ নকল। বর্তমান ফার্স্ট লেডি মিশেল ওবামার এক ভাষণের দুটি অনুচ্ছেদ পুরোপুরি নকল করেছেন মেলানিয়া ট্রাম্প।
স্থানীয় সময় গতকাল সোমবার থেকে ক্লিভল্যান্ড শহরে শুরু হয়েছে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কুইকেন লোনস অ্যারেনায় ১৮ থেকে ২১ জুলাই চার দিনব্যাপী চলা এ সম্মেলনের জন্য জড়ো হয়েছেন সারা দেশের রিপাবলিকান নেতারা। এ সম্মেলনেই নির্ধারিত হবে চলতি বছর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী।
গতকাল সোমবার প্রথম দিনের অধিবেশনে বক্তৃতা করেন ৪৬ বছর বয়সী সাবেক মডেল মেলানিয়া ট্রাম্প। তিনি বলেন, ‘সম্পূর্ণ হৃদয় দিয়ে আমি জানি, সে (ডোনাল্ড ট্রাম্প) মহান এবং টেকসই পরিবর্তন করবে। সে কখনোই হাল ছেড়ে দেবে না এবং কখনোই অপনাদের আশাহত করবে না।’ এমন বক্তৃতার মাধ্যমে প্রশংসা পান মেলানিয়া।
বক্তৃতার একপর্যায়ে মেলানিয়া ট্রাম্প বলেন, ‘জীবনের নির্দিষ্ট চাওয়ার জন্য কঠোর পরিশ্রম এমন মূল্যবোধ অল্প বয়সেই মা-বাবা আমাকে শিখিয়েছেন। আপনার কথাই হলো অঙ্গীকার। আপনি যা বললেন, তা-ই করবেন এবং অঙ্গীকার বাস্তবায়ন করবেন। মানুষের সঙ্গে ব্যবহার হতে হবে সম্মানের। তাঁদের (মা-বাবা) প্রতিদিনের জীবনের মাধ্যমে মূল্যবোধ এবং নীতি শিখিয়েছেন আমাকে।’
মেলানিয়া ট্রাম্প আরো বলেন, ‘এমন বার্তা আমি ছেলেকেও দিতে চাই। ওই শিক্ষা আমাদের পরবর্তী বংশধরদের মধ্যেও অনুসরণের জন্য রাখতে হবে। এই জাতির আমাদের সন্তানদের জানাতে হবে যে, অর্জনের সীমা হলো স্বপ্নের শক্তি এবং এ জন্য কাজ করার ইচ্ছা।’
উল্লেখিত দুটি অনুচ্ছেদ মিশেল ওবামার এক ভাষণের সঙ্গে পুরোপুরি মিলে যায়। ২০০৮ সালে ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনে দেওয়া মিশেল ওবামার ভাষণে ওই দুটি অনুচ্ছেদ ছিল। শুধু ‘বারাক ও আমার স্থলে’ পরিবর্তন করা হয়েছে ‘আমি’।
স্থানীয় সময় সোমবার সকালে ট্রাম্পের প্রচারের গণযোগাযোগ উপদেষ্টার দায়িত্বে থাকা জেসন মিলার বলেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন নেওয়া এবং এই দেশের প্রতি ভালোবাসার প্রতিফলন ঘটেছে মেলানিয়া ট্রাম্পের বক্তব্যে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম বাজফিড জানায়, ২০০৮ সালে দেওয়া মিশেল ওবামার ভাষণটি লিখেছিলেন সারাহ হারউইতর্জ, যিনি এখনো মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী।
ওবামার সাবেক বক্তৃতার লেখক জন ফ্যাভরো বলেন, একটি-দুটি লাইন ভুল করে হতে পারে। কিন্তু দুটি পূর্ণ অনুচ্ছেদ কখনোই ভুল করে একই রকম হতে পারে না। বর্তমান ফার্স্ট লেডির বক্তৃতা কীভাবে নকল করেন মেলানিয়া, তা নিয়ে প্রশ্ন তোলেন জন ফ্যাভরো।