চীনে লিফট ছিঁড়ে নিহত ৮

লিফটে থাকা আটজনই মারা যান। ছবি : এবিসি নিউজ
চীনে নির্মাণাধীন একটি ভবনের লিফট ছিঁড়ে ৮ জন নিহত হয়েছেন। দেশটির শ্যানডং প্রদেশের লংকু শহরে গতকাল শনিবার এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায় ভবনটির ১৮ তলা থেকে লিফট ছিঁড়ে নিচে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে। আটজন মানুষ নিয়ে এলিভেটরটি ১৮ তলা থেকে নিচে নামার সময় ছিঁড়ে যায়। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত কেউই প্রাণে বাঁচেননি। নিহত আটজনই একটি ভবন নির্মাণ প্রতিষ্ঠানের কর্মী।
বিবিসি আরো জানায়, চীনে কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব রয়েছে যথেষ্ঠ। সম্প্রতি কিছুটা উন্নতি হলেও যথাযথ তত্ত্বাবধানের অভাবে চীনে কর্মক্ষেত্রে নিরাপত্তা ঘাটতি রয়েই গেছে।