শরণার্থীদের সাহায্যে তৎপর ছিলেন কক্স

দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হওয়া যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য জো কক্স (৪১) সিরিয়ার শরণার্থীদের সাহায্যের জন্য তৎপর ছিলেন।
ব্রিটিশ সংবাদপত্র ইনডিপেনডেন্টের অনলাইনে এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
নির্বাচনী এলাকা ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে জো কক্সের ওপর হামলার ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ এমপি হওয়ার ১৫ মাসের মাথায় জো কক্স খুন হলেন। প্রথমবারের মতো নির্বাচিত আলোচিত ও জনপ্রিয় এমপিদের একজন ছিলেন সাবেক মানবাধিকারকর্মী জো কক্স। নতুনরা যখন তাঁদের অবস্থান শক্ত করার জন্য সংগ্রাম করছিলেন, তখন সাধারণের ভিড় ঠেলে সামনের দিকে আসন করে নেন কক্স। সিরিয়ার গৃহযুদ্ধের ভুক্তভোগীদের জন্য ব্রিটেনকে কিছু করতে বারবার আহ্বান করেন তিনি। ব্রিটিশ এমপি হওয়ার পরও তিনি তাঁর সাবেক সহকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন। শরণার্থীদের জন্য তিনি ছিলেন খুবই তৎপর।
বিবিসির খবরে বলা হয়, জো কক্স ব্রিটিশ পার্লামেন্টের সিরিয়াবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। তিনি বেটলি ওয়েস্ট ইয়র্কশায়ারের বেটলি ও স্পিন এলাকা থেকে লেবার পার্টির নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, দুই সন্তানের মা জো কক্সকে প্রথমে খুব কাছ থেকে গুলি করা হয়। আহত কক্স রাস্তায় পড়ে গেলে এক হামলাকারী এগিয়ে এসে তাঁকে ছুরিকাঘাত করে। ৪১ বছর বয়সী কক্স এর পর পেটে হাত দিয়ে রাস্তায় পড়ে যান। তারপর ওই ব্যক্তি কক্সকে আরো দুবার ছুরিকাঘাত করে চলে যায়। এর পর ঘটনাস্থল থেকে কক্সকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে লিডসের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় কক্সের মৃত্যু হয়।
কক্সের স্বামী ব্রেন্ডান বলেছেন, কক্সকে যে ঘৃণিত লোকজন হত্যা করেছে, তাদের বিরুদ্ধে সবাইকে এক হয়ে যুদ্ধ করতে হবে।