নিউজার্সিতে জয় পেলেন হিলারি

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত ডেমোক্রেটিক প্রাইমারিতে জয় পেয়েছেন দলটি থেকে প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন। সাবেক ফার্স্ট লেডি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অবশ্য এর আগেই মনোনয়ন নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ডেলিগেট নিশ্চিত করেছেন। তবে নিউজার্সির জয়ের মাধ্যমে এটি আরো পোক্ত হলো।
গত সোমবার বার্তা সংস্থা এপি জানায়, হিলারি ডেমোক্রেটিক দলের মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় দুই হাজার ৩৮৩ ডেলিগেটের সমর্থন নিশ্চিত করেছেন। ডেমোক্রেটিক দলের মোট ডেলিগেট সংখ্যা চার হাজার ৭৬৫। আর নিউজার্সিতে জয়ের পর হিলারির ক্লিনটনের ডেলিগেট সংখ্যা হয়েছে দুই হাজার ৪৪১।
বিবিসি জানায়, এখনো ছয়টি অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক দলের প্রাইমারি বাকি আছে, যা স্থানীয় সময় মঙ্গলবার হওয়ার কথা। এর মধ্যে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যালিফোর্নিয়া। এই অঙ্গরাজ্যে জয়ের আশা করছেন ডেমোক্রেটিক দলের আরেক মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্স। সমীক্ষায় দেখা গেল ক্যালিফোর্নিয়ায় হিলারি ও স্যান্ডার্সের সমর্থন প্রায় সমান।
ডেমোক্রেটিক দলের মনোনয়ন দৌড়ে হিলারির চেয়ে বেশ পিছিয়ে বার্নি স্যান্ডার্স। তিনি এখন পর্যন্ত এক হাজার ৬২১ ডেলিগেটের সমর্থন পেয়েছেন। তবে হিলারির ৫৭১ সুপার ডেলিগেটের সমর্থন বাতিলের আশা করছেন স্যান্ডার্স। তবে বিশেষজ্ঞদের মতে, স্যান্ডার্সের এমন আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে হিলারি ক্লিনটনই প্রথম নারী হিসেবে প্রধান দুটি দলের মনোনয়ন পেতে যাচ্ছেন।
এদিকে নিউজার্সিতে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অবশ্য দলটি থেকে মনোনয়নের দৌড়ে তিনিই শুধু টিকে আছেন। আর নিজের লক্ষ্য এখন শুধুই মার্কিন নির্বাচনের দিকে।