ট্রাম্প টয়লেট পেপার!

চলতি বছরের মার্কিন প্রসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়নপ্রত্যাশী ডোনান্ড ট্রাম্পকে হেয় করে টয়লেট পেপার ছাপিয়েছে চীন। দেশটির অনেক শিল্পপ্রতিষ্ঠানের তৈরি এই পণ্য এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া আজ সোমবার জানায়, ডোনাল্ড ট্রাম্প বারবার অভিযোগ করেন মার্কিনিদের চাকরি কমেছে চীনা শিল্পপ্রতিষ্ঠানের কারণে। ট্রাম্পের বিতর্কিত ভাবমূর্তি তুলে ধরা হয়েছে তাঁর মুখমণ্ডলের ছবি দিয়ে টয়লেট পেপার ছাপানোর মাধ্যমে।
সিনহুয়া আরো জানায়, ক্রেতারা ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন মুখভঙ্গির ছবিসংবলিত টয়লেট পেপার কেনার সুযোগ পাচ্ছেন। অনেক প্রতিষ্ঠানের তৈরি টয়লেট পেপারে স্লোগান লেখা হয়েছে ‘ডাম্প উইথ ট্রাম্প’।
চীনের কিনদাও নামক ওয়ালপেপার প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তৈরি ট্রাম্প টয়লেট পেপার চলতি বছরের ফেব্রুয়ারিতে জনপ্রিয়তা পায়। এরই মধ্যে তারা ৫০টি অর্ডার পেয়েছে, যেখানে পাঁচ হাজার রোল পর্যন্ত ট্রাম্প টয়লেট পেপারের চাহিদা দেখানো হয়েছে। অধিকাংশ টয়লেট পেপারের চাহিদাপত্র এসেছে যুক্তরাষ্ট্র থেকে।
চীনের জনপ্রিয় অনলাইন শপ ‘আলীবাবা’ সূত্রে জানা গেছে, ৭০টির বেশি চীনা প্রতিষ্ঠান ট্রাম্প টয়লেট পেপার তৈরি করছে। জানা গেছে, ট্রাম্প টয়লেট পেপার সাধারণত ৫০ সেন্ট করে বিক্রি হয়। তবে অনলাইন শপ আমাজনে ক্ষেত্রবিশেষে এই দাম ৩০ ডলার পর্যন্ত উঠেছে।
গত মে মাসে ট্রাম্প টয়লেট পেপার নিয়ে নিজের ছবি ইনস্টাগ্রামে (ছবি শেয়ারের ওয়েবসাইট) দেন যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দলের সদস্য সিডনি লেরক্স। ছবির ক্যাপশন ছিল, ‘আমার স্বামী এই অসাধারণ টয়লেট পেপারের অর্ডার দিয়েছে।’