জাপানের ওকিনাওয়া মার্কিন ঘাঁটিতে কারফিউ

জাপানি এক নারী হত্যায় সাবেক মার্কিন সেনা জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশটির ওকিনাওয়া দ্বীপে অবস্থিত মার্কিন ঘাঁটিতে কারফিউ জারি করা হয়েছে। এখন থেকে মধ্যরাতের পর ওই ঘাঁটির কোনো সেনা বাইরে যাওয়া এবং ঘাঁটির বাইরে কোনো পানশালায় মদপানে নিষেধাজ্ঞা আরোপিত হলো।
বিবিসি জানায়, আগামী ২৪ জুন পর্যন্ত ওকিনাওয়া দ্বীপের মার্কিন ঘাঁটিতে কারফিউ থাকবে। ওই সময়ে মার্কিন ঘাঁটিতে কোনো উৎসব আয়োজন করা যাবে না।
জাপানে মার্কিন মেরিন সেনা কমান্ডার লে. জে. লরেন্স নিকলসন এক সংবাদ সম্মেলনে ওকিনাওয়া দ্বীপের নারী নিহতের ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি বলেন, দ্বীপের মানুষের সঙ্গে শোকে একাত্ম হবে মার্কিন সেনারা। মধ্যরাতের পর ঘাঁটির বাইরে কোনো ক্লাব বা বারে মদপান থেকে বিরত থাকবে সেনারা। এ ছাড়া ঘাঁটিতে পূর্ব নির্ধারিত কনসার্ট নিষিদ্ধ করা হয়েছে।
ওকিনাওয়া দ্বীপের মার্কিন ঘাঁটিতে ৩০ হাজারে মতো মার্কিন সেনা থাকে। জাপানি নারী হত্যার ঘটনায় সাবেক মার্কিন সেনা কেনেথ শিনজাটোকে (৩২) গত ১৯ মে আটক করা হয়। তবে এখনো তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
জাপানি নারী নিহত হওয়া এবং এর সঙ্গে সাবেক মার্কিন সেনা জড়িত থাকার ঘটনায় ওকিনাওয়া দ্বীপের মার্কিন ঘাঁটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা গেছে।
বিবিসি জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জি-৭ সামিটের জন্য জাপানে গেলে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে ওকিনাওয়া দ্বীপে নারী নিহতের ঘটনার কথা উত্থাপন করেন।