লাদেন হত্যার রহস্যপুরুষ ‘দ্য রক’

ডোয়েন ডগলাস জনসন- এককালের দুনিয়া কাঁপানো রেসলার হালে হলিউডের জনপ্রিয় অভিনেতা। অবশ্য ডোয়েন জনসনকে তাঁর আসল নামে খুব কম মানুষই চিনবে। তবে যদি ডব্লিইডব্লিউই বা পেশাদার রেসলিংয়ে তাঁর ব্যবহার করা নাম ‘দ্য রক’ ডাকা হয়, তাহলে নিমেষেই তাঁকে চিনে নেবে দুনিয়াজোড়া কোটি ভক্ত।
এত দিন হলিউডের সবচাইতে পেশিবহুল অভিনেতা হিসেবে পরিচিতি ছিল দ্য রকের। কিন্তু ২০১১ সালের ১ মে আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর থেকে সংবাদমাধ্যমের কাছে লাদেন হত্যার রহস্যপুরুষ নামে পরিচিতি পেয়েছেন তিনি।
টাইমসে প্রকাশিত খবরে বলা হয়, দ্য রকের নাম রহস্যজনকভাবে জড়িয়ে আছে ওসামা বিন লাদেনের হত্যাকাণ্ডের সঙ্গে। এর ব্যাখ্যায় যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমটি উল্লেখ করে বিন লাদেন হত্যার দিনে ডোয়েনের একটি টুইটের কথা।
পহেলা মে তারিখে মার্কিন সময় বেলা ২টা ৪০ মিনিট নাগাদ আল-কায়দা নেতা লাদেন পাকিস্তানের অ্যাবটাবাদে তাঁর গুপ্ত আস্তানায় মার্কিন সেনাবাহিনীর হাতে নিহত হন। তার ঘণ্টাখানেক বাদে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে লাদেনের বিরুদ্ধে অভিযান সফলের খবরটি পৌঁছায়। আর সন্ধ্যা ৭টায় ওবামাকে খবরটি সম্পর্কে নিশ্চিত করা হয়। আর রাত্রি ১১টা ৩৫ মিনিটে টিভিতে এই কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
কিন্তু মজার বিষয় হলো, রাষ্ট্রপতির এই ঘোষণার অন্তত ১ ঘণ্টা আগে রক একটি টুইট করেন। রাত ১০টা ২৪ মিনিটে করা সেই টুইটে ‘রক’ বলেন, ‘দুনিয়াকে কাঁপিয়ে দেওয়ার মতো একটি খবর পেলাম। মুক্ত মানুষের দেশ, সাহসী মানুষের দেশ— আমেরিকার বাসিন্দা হওয়ার কারণে আমি গর্বিত।’
বলাই বাহুল্য, এই টুইটের বক্তব্য ছিল লাদেনবিরোধী অভিযানের সাফল্য। কিন্তু প্রশ্ন হলো, এমন গোপনতম একটি সামরিক অভিযান— যার খবর উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাদেরও অনেকে জানতেন না— সেই খবর ‘রক’ কীভাবে পেলেন?
যদিও এই প্রশ্নের কোনো সদুত্তর কোনো দিনই ‘রক’ দিতে পারেননি। পরে বিষয়টি নিয়ে ঘটনা অনেকদূর গড়িয়েছিল। রাষ্ট্রীয় গূরুত্বপূর্ণ তথ্য ফাঁসের অভিযোগে তাঁর নামে হয়েছে মামলাও। সেখানে জবানবন্দিতে ডোয়েইন ‘গুজবে বিশ্বাসের’ কথা উল্লেখ করেন। তবে সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে- একেবারে হুট করেই ঘটেছিল এই ঘটনা। তাই কোনো গুজবও ছড়ায়নি।
সেই ঘটনার এত বছর পর গত ১৩ মে শুক্রবার ওই মামলা থেকে ‘প্রমাণের অভাবে’ নিষ্কৃতি পেয়েছেন তিনি। তবে কোনো তথ্য না জানানোতে তাঁর নাম রয়ে গেছে লাদেন হত্যার রহস্যপুরুষ হিসেবেই।