বিশ্বের প্রবীণতম মানুষের মৃত্যু

বিশ্বের সবচেয়ে বেশি বয়সী মানুষ সুসান্নাহ মুশাট জোনস আর নেই। স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ২৬ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তাঁর মৃত্যু হয়।
ওই নারীর বয়স হয়েছিল ১১৬ বছর।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, গিনেস বিশ্ব রেকর্ডে জোনস ছিলেন সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি।
জোনসের চিকিৎসক লাভিলা ওয়াটসন বলেন, ১০ দিন ধরে জোনস হাসপাতালে আসা-যাওয়া করছিলেন। বৃহস্পতিবার বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি।
গিনেস বিশ্ব রেকর্ডের জ্যেষ্ঠ পরামর্শক ও লস এঞ্জেলেসভিত্তিক বার্ধক্যবিদ্যার গবেষক রবার্ট ইয়াংয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ১৮৯৯ সালের ৬ জুলাই যুক্তরাষ্ট্রের আলাবামার লাউনডেস কাউন্টিতে জোনস জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন বরগাচাষি, যিনি তুলা আবাদ করে সংসার চালাতেন।
গিনেস বিশ্ব রেকর্ড অনুযায়ী, জোনসের পর জীবিত বয়স্ক ব্যক্তি হলেন ইতালির ইমা মোরানো। তিনি ১৮৯৯ সালের ২৯ নভেম্বর জন্মগ্রহণ করেন। এরপর আছেন ইসরায়েলের ক্রিস্টাল, যার বয়স ১১২ বছর।
এর আগে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ১৯৯৭ সালে ১২২ বছর বয়সে মারা যান ফ্রান্সের জিয়েনি কালমেনট।