বিশ্বের সবচেয়ে বেশি বয়সী বিড়ালের মৃত্যু

কিছুদিন আগেই বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবিত বিড়াল হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছিল স্কুটার। গত ২৬ মার্চ ৩০ বছর পূর্ণ করা এই বিড়ালের বাস ছিল যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে।
এপির খবরে বলা হয়, গত মাসের ৮ তারিখ বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবিত বিড়াল হিসেবে স্কুটারকে স্বীকৃতি দেয় গিনেস কর্তৃপক্ষ। কিন্তু সেই খেতাব ভালোমতো উপভোগ করার আগেই না ফেরার দেশে পাড়ি জমাতে হলো তাকে।
বিড়ালের বয়স হিসাবের জন্য একটি বিশেষ পদ্ধতি রয়েছে। কারণ জীবনের প্রথম ভাগে মানুষের চাইতে অনেক দ্রুত পরিণত হয় বিড়াল। সে অনুযায়ী এক মাস বয়সী বিড়াল ছানাকে ৬ মাস বয়সী মানবশিশুর সঙ্গে তুলনা করা হয়।
মাত্র তিন মাস বয়সী বিড়াল ছানাকে ধরা হয় ৪ বছর বয়সী মানবশিশুর মতো। এভাবে এক বছর বয়সী বিড়ালের পরিপক্বতার মাত্রা দাঁড়ায় ১৮ বছর বয়সী তরুণের মতো। মানুষের বছরের হিসেবে ১৬ বছর পার করে দেওয়া একটি বিড়ালের বয়স দাঁড়ায় ৮৪ বছরে।
উল্লিখিত হিসাবের আলোকে যুক্তরাষ্ট্রের পশুচিকিৎসক ডা. ট্রিসিয়া লাটিমার বলেন, মানুষের বয়সের হিসাবে স্কুটার প্রায় ১৩৬ বছর বেঁচেছে।
১৯৮৬ সালের ২৬ মার্চ জন্ম নেয় শ্যামদেশীয় প্রজাতির বিড়াল স্কুটার। এর মালিকের নাম গেইল ফ্লয়েড। তিনি জানান, বিড়ালটির জন্মের সময় পাশে ছিলেন তিনি।
গেইল ফ্লয়েড মনে করেন, সব সময় উচ্ছ্বল থাকাই স্কুটারের দীর্ঘ জীবনের রহস্য বলে মনে করেন ফ্লয়েড। তিনি বলেন, স্কুটার নতুন জায়গায় ঘুরতে এবং নতুন মানুষের সঙ্গে মিশতে পছন্দ করত।
মালিক ফ্লয়েডের সঙ্গে যুক্তরাষ্ট্রের অন্তত ৪৫টি অঙ্গরাজ্যে ঘুরে বেড়িয়েছে স্কুটার। এমনকি যখন হাসপাতালে নিজের অসুস্থ মাকে দেখতে যেতেন ফ্লয়েড, সেখানেও তার সঙ্গী হতো স্কুটার। শেষ দিকে এসেও বয়সের তুলনায় অনেক বেশি সক্রিয় ছিল সে।