ব্যস্ত সড়কে হঠাৎ ডলারের বৃষ্টি!

নিউ জার্সির একটি ব্যস্ত সড়ক। নিজ নিজ গন্তব্যে ছুটে চলেছে অসংখ্য বাহন। হঠাৎ একটি ট্রাক থেকে পড়ে গেল একটি ব্যাগ। আর সেটি থেকে বের হয়ে সড়কময় ছড়িয়ে পড়ল অসংখ্য কাগজের মুদ্রা।
এটি কোনো সিনেমার দৃশ্য নয়। একবারে বাস্তব ঘটনা। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ওয়েন এলাকায় এমন ঘটনাই ঘটেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী পল রেডম্যান সংবাদমাধ্যমকে জানান, হঠাৎ করে দেখি অসংখ্য ডলার বাতাসে ভাসছে। কিছুক্ষণ পর পুরো রাস্তাজুড়ে কাগুজে মুদ্রাগুলো ছড়িয়ে পড়ল। দ্রুত কাছে গিয়ে পল দেখতে পান সেখানে সব ২০ ডলারের মুদ্রা।
এ সময় আশপাশের লোকজন এসে মুদ্রাগুলো জড়ো করে পুলিশকে দেন। তবে পুলিশের দাবি সবাই অর্থ ফেরত দেয়নি।
তবে কী পরিমাণ অর্থ হারিয়ে গেছে বা ওই ট্রাকটি থেকে ব্যাগটি কীভাবে রাস্তায় পড়ে গেল সে সম্পর্কে এখনো স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে পল রেডম্যানের ধারণা, ট্রাকটির পেছনের দরজা খোলা থাকায় ব্যাগটি পড়ে গেছে।