মনোনয়নের দৌড়ে এগিয়ে ট্রাম্প ও হিলারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের দৌড়ে ডেমোক্রেটিক দল থেকে অপর প্রার্থীদের চেয়ে বেশ এগিয়ে গেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। অন্যদিকে বিভিন্ন বিতর্ক থাকা সত্ত্বেও রিপাবলিকান দল থেকেও অন্যদের চেয়ে এগিয়ে মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি কয়েকটি অঙ্গরাজ্যে বিজয়ী হয়েছেন দুজনই।
বিবিসি জানিয়েছে, রিপাবলিকান দল থেকে মনোনয়নপ্রত্যাশী টেড ক্রুজের কাছে ক্যানসাস ও মেইনে পরাজিত হলেও লুইজিয়ানা ও কেনটাকিতে জয়ী হয়েছেন ট্রাম্প। তবে অপর দুই রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশী জন কাসিচ ও মর্কো রুবিও এখনো অনেক পিছিয়ে।
অন্যদিকে ডেমোক্রেট দল থেকে ক্যানসাস ও নেব্রাস্কায় জয়ী হয়েছেন বার্নি স্যান্ডার্স। তবে লুইজিয়ানায় জয় পেয়েছেন হিলারি ক্লিনটন।
সর্বশেষ হিসাব অনুযায়ী, নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প জয় পেয়েছেন ১২টি অঙ্গরাজ্যে। একই দল থেকে মনোনয়নপ্রত্যাশী টেড ক্রুজ জয় পেয়েছেন ছয়টি অঙ্গরাজ্যে, মার্কো রুবিও একটি আর জন ক্যাসিচ এখনো শূন্য। অন্যদিকে ডেমোক্রেটিক দল থেকে মনোনয়নপ্রত্যাশী হিলারি জয় পেয়েছেন ১১টি অঙ্গরাজ্যে। আর বার্নি জয় পেয়েছেন সাতটিতে।
মার্কিন রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্পকে এখন থামানোর ক্ষমতা আছে একমাত্র টেড ক্রুজের। এর আগে টানা এক সপ্তাহ রিপাবলিকান দল থেকেই সমালোচিত হয়েছেন ট্রাম্প। আবার টেড ক্রুজ ও ট্রাম্প উভয়েই দলের অপর মনোনয়নপ্রত্যাশীদের সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
জানা গেছে, ডেমোক্রেটিক দল থেকে মনোনয়নের দৌড়ে লুইজিয়ানায় হিলারি ক্লিনটন সহজ জয় পেয়েছেন, যা প্রমাণ করে কৃষ্ণাঙ্গ মার্কিনিদের মধ্যে বার্নি স্যান্ডার্সের জনপ্রিয়তা কম।
চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত প্রেসিডেন্টের কাছে অফিস ছেড়ে দেবেন দুই মেয়াদের প্রেসিডেন্ট বারাক ওবামা।