তিউনিসিয়ায় জাদুঘরে বন্দুকধারীদের হামলা, নিহত ১৯

বন্দুকধারীদের হামলায় আটজন নিহত হওয়ার পর তিউনিসের বারদো জাদুঘরে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক প্রহরা। ছবি : এএফপি
তিউনিসিয়ার রাজধানী তিউনিসের বারদো জাদুঘরে বন্দুকধারীদের হামলায় ১৭ বিদেশি পর্যটক ও দুই তিউনিসীয় নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ইতালি, জার্মানি, পোল্যান্ড ও স্পেনের নাগরিক রয়েছেন।
তিউনিসিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, তিউনিসের প্রাণকেন্দ্রে অবস্থিত পার্লামেন্ট ভবনের পাশের জাদুঘরটিতে বন্দুকধারীরা হামলা চালায়। এ সময় পার্লামেন্টের সদস্যরা সন্ত্রাসবিরোধী আইন নিয়ে আলোচনা করছিলেন। হামলার পর পার্লামেন্টের অধিবেশন মুলতবি করা হয়েছে।
তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, হামলার পর দুই জঙ্গি জাদুঘরের ভেতর ছিল। চারদিক থেকে তাদের ঘেরাও করে রাখেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
বারদো জাদুঘরটি প্রাচীন পুরাকীর্তির জন্য বিখ্যাত। এটি তিউনিসে পর্যটকদের অন্যতম আকর্ষণ।