উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞার আওতা বাড়ল

উত্তর কোরিয়ার ওপর বলবৎ থাকা নিষেধাজ্ঞার আওতা আরো বাড়িয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বিশ্লেষকরা বলছেন, দুই দশকের মধ্যে দেশটির বিরুদ্ধে এটাই সবচেয়ে জোরালো পদক্ষেপ।
আজ বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, গত মাসে উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার জবাবে দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নিতে নিরাপত্তা পরিষদে ভোট হয়।
নিষেধাজ্ঞার আওতার মধ্যে রয়েছে দেশটি থেকে যাওয়া ও আসা সব ধরনের মালবাহী জাহাজ পরীক্ষা করাসহ নতুন করে ১৬ ব্যক্তি ও ১২ সংগঠন কালো তালিকাভুক্ত হয়েছে।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘আজ, আন্তর্জাতিক মহল একই ভাষায় কথা বলছে। পিয়ংইয়ং তারা একটি সহজ বার্তা দিয়েছে : উত্তর কোরিয়া এসব ধ্বংসাত্মক কর্মসূচি বাদ দিতে হবে এবং এর জনগণের জন্য একটি পথ বের করতে হবে।’
ভোটের পর নিরাপত্তা পরিষদে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত সামান্থা পাওয়ার বলেন, ‘বিপথগামী বাস্তবতা হলো যে, মানুষের মৌলিক চাহিদা পূরণের চেয়ে উত্তর কোরিয়া পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে অনেক বেশি আগ্রহী।’
যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার দীর্ঘদিনের মিত্র চীন নতুন নিষেধাজ্ঞার ব্যাপারে সাত সপ্তাহ ধরে আলোচনা করেছে।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছে :
১. উত্তর কোরিয়ায় কয়লা, লোহা ও লোহার আকরিক রপ্তানি, যেগুলো পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যবহৃত হয়।
২. স্বর্ণ, টিটেনিয়াম, ভ্যানাডিয়ামের আকরিক রপ্তানি।
৩. বিমান চলাচলের জ্বালানি দেশটিতে রপ্তানি।
৪. সামরিক ও পুলিশ সহায়তামূলক প্রশিক্ষণ কর্মসূচি, যা উত্তর কোরিয়া আফ্রিকায় করে থাকে।