যুক্তরাষ্ট্রকে এক নম্বর মনে করে না মার্কিনিরা!

যুক্তরাষ্ট্রকে এক নম্বর সামরিক শক্তিধর দেশ বলে মনে করে না বেশির ভাগ মার্কিনি। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রকে বিশ্বের এক নম্বর সামরিক শক্তিধর দেশ বলে মনে করে না মার্কিনিরা। সম্প্রতি গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান গ্যালাপের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র প্রতিবছর দেশটির প্রতিরক্ষা খাতে প্রচুর অর্থ খরচ করছে। যুক্তরাষ্ট্রকে সামরিক শক্তিতে এক নম্বর দেশ বলে বিশ্বাস করে ৪৯ শতাংশ মার্কিনি। এই ফল গত ২৩ বছরের মধ্যে সর্বনিম্ন। গ্যালাপের জরিপে অংশ নেওয়া ৬৭ শতাংশ মার্কিনি মনে করে সামরিক শক্তিতে আধিপত্য খুবই গুরুত্বপূর্ণ।
২০১৬ সাল যুক্তরাষ্ট্রের নির্বাচনী বছর হওয়ায় দেশটির সামরিক শক্তি ও দুর্বলতা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এরই মধ্যে এ জরিপের ফল প্রকাশ পেল। জরিপে দেখা যায়, সামরিক শক্তির ক্ষেত্রে মার্কিনিদের আত্মবিশ্বাস দুর্বল হয়ে পড়েছে।