আমির দেশদ্রোহী : বিজেপি এমপি

‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র প্রচারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে আমিরের নাম বাদ যাওয়ার পর তাঁকে নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। গতকাল শুক্রবার ভারতের পর্যটন, সংস্কৃতি ও পরিবহনসংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের সময়টাও আমিরের বিষয়টি নিয়ে সরগরম ছিল।
ওই কমিটির একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার (টিওআই) খবরে বলা হয়, গতকালের বৈঠকে বিজেপির সংসদ সদস্য (এমপি) মনোজ তিওয়ারি আমিরকে দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করেছেন।
তৃণমূল কংগ্রেসের এমপি কে ডি সিংয়ের নেতৃত্বে সংসদীয় স্থায়ী কমিটির ওই প্যানেল আগামী ১০ দিনের মধ্যে ইনক্রেডিবল ইন্ডিয়ার নতুন শুভেচ্ছা দূত নিয়োগসহ বিষয়টির সুরাহা করতে পর্যটন মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে।
ওই বৈঠকের একটি সূত্র টিওআইকে জানায়, বৈঠকে কংগ্রেসের প্রতিনিধি কুমারি সেলজা বলেন, সরকার ইনক্রেডিবল ইন্ডিয়ার জন্য নতুন দূত খুঁজছে। এমন পরিস্থিতিতে পরবর্তী করণীয় কী হতে পারে। ওই আলোচনার এক পর্যায়ে উত্তেজিত হয়ে যান বিজেপির এমপি মনোজ তিওয়ারি। তিনি বলেন, ‘এটা ভালো যে, আমিরকে প্রচারণা থেকে সরিয়ে দেওয়া হয়েছে…সে একজন দেশদ্রোহী’
তিওয়ারির ওই বক্তব্যের পর কমিটির কংগ্রেসের সদস্য কে সি ভেনুগোপালসহ কয়েকজন তীব্র প্রতিবাদ জানান। তাঁরা বলেন, ‘এটা ঠিক নয়...কারো উচিত নয়, এ ধরনের ভাষা ব্যবহার করা...এটা সংসদীয় আচরণ নয়।’