তসলিমাকে কলকাতা থেকে তাড়িয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায়!

বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে কলকাতা থেকে ‘তাড়িয়েছেন’ পশ্চিমবঙ্গের প্রয়াত লেখক সুনীল গঙ্গোপাধ্যায় ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক ও টুইটার পেজে দেওয়া এক স্ট্যাটাসে তসলিমা এই কথা লেখেন।
ফেসবুকের ভেরিফায়েড পেজ ও টুইটারে দেওয়া স্ট্যাটাসে তসলিমা লেখেন, ‘আমাকে কলকাতা থেকে তাড়ানোর পেছনে কারা? এ প্রশ্নটি উঠলে কলকাতার অনেক লোক, জানি না কেন, দুটো নাম উচ্চারণ করেন, এক ইদ্রিস আলী আর দুই সঞ্জিব অথবা সন্দীপ ভুটোরিয়া। আমি আজ স্পষ্ট করে বলে দিতে চাই, আমাকে কলকাতা থেকে তাড়ানোর পেছনে ওই দুটো লোকের কোনো ভূমিকাই নেই। যে দুজন লোক অপকর্মটি করেছেন, তাঁরা—এক. বুদ্ধদেব ভট্টাচার্য আর দুই. সুনীল গঙ্গোপাধ্যায়।’
বহুবার তসলিমা কলকাতায় আসার জন্য আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছেন। তসলিমা কদিন আগেই কলকাতায় ফিরতে না পারার জন্য দায়ী করেছিলেন রাজ্যটির বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
ভারতের ‘সিএনএন-আইবিএন’ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে লেখিকা তসলিমা নাসরিন অভিযোগ করে বলেছিলেন, ‘স্রেফ ইসলাম ধর্মাবলম্বী মুসলিম সম্প্রদায়কে খুশি করার জন্যই সরকার আমার পশ্চিমবঙ্গে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চায় না, আমি পশ্চিমবঙ্গে ফিরে যাই।’
সে সময় পশ্চিমবঙ্গ সরকারের তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছিল, তিনি (তসলিমা নাসরিন) পশ্চিমবঙ্গে এলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে—এমন আশঙ্কায় এই বিতর্কিত লেখিকাকে কলকাতায় আসতে দেওয়া হয়নি।