ট্রাফিক কনস্টেবলের ৬ বাড়ি‚ ৪ গাড়ি!

ভারতে সরকারি কর্মচারীদের দুর্নীতি দমনে চলমান অভিযানে এক ট্রাফিক কনস্টেবলের কয়েকশ কোটি টাকার সম্পদের হদিস পাওয়া গেছে। দেশটির মধ্যপ্রদেশের ইন্দোর জেলার জব্বলপুরে কর্মরত ট্রাফিক পুলিশ কনস্টেবল অরুণ সিংয়ের বাড়িতে তল্লাশি চালায় দুর্নীতি দমন পুলিশ।
গত শুক্রবার চালানো ওই তল্লাশিতে যা বেরিয়ে এসেছে, দেখে পুলিশের চোখ চড়কগাছ। ট্রাফিক পুলিশের এই হেড কনস্টেবলের বাড়িতে পাওয়া গেছে ৪টি গাড়ি‚ ৬টি বাড়ির কাগজসহ কয়েকশ কোটি টাকার সম্পত্তির হদিস। বিপুল এই সম্পদ পাওয়ার পর গ্রেপ্তার করা হয় ওই কনস্টেবলকে।
ইন্দোর জেলা পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, অরুণ সিংয়ের বাড়িতে দুটি ৬ হাজার বর্গফিট এবং দুটি ৮ হাজার বর্গফিট আয়তনের জমির মালিকানার নথি। এগুলো সবই তাঁর স্ত্রীর নামে রেজিস্ট্রি করা। এ ছাড়া ইন্দোরে দুটি ফ্ল্যাট‚ রেওয়ায় দুটি বাড়ি এবং দুটি খামারবাড়ির সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে একটি খামারবাড়ির জমির আয়তন ২৫ একর। পাশাপাশি আছে স্পোর্টস ইউটিলিটি (এসইউভি) ৪টি গাড়ি এবং নিজের নামে ৮টি ব্যাংক অ্যাকাউন্ট।
ইন্দোর জেলা পুলিশ জানায়, কনস্টেবল হিসেবে অরুণ সিংয়ের বেতন নয় হাজার রুপি। তাঁর এই বেতনের সঙ্গে এই সম্পদ সম্পূর্ণ সঙ্গতিহীন। এ ছাড়া বৈবাহিক বা অন্য কোনো সূত্রে এই বিপুল পরিমাণ সম্পদপ্রাপ্তির খবর তিনি কোথাও জানাননি। তাই অবৈধ সম্পদ উপার্জনের দায়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।