ঘোড়ায় চড়ে অফিসে যাচ্ছেন লালু প্রসাদের ছেলে!

পরিবেশ দূষণ নিয়ে ভারতজুড়ে চলছে তুমুল আলোচনা। দূষণ রুখতে আগামী ১ জানুয়ারি থেকে রাজধানী নয়াদিল্লিতে একাধিক ব্যবস্থা গ্রহণের কথা বলা হচ্ছে। এরই মধ্যে বিহারের পাটনায় পরিবেশ দূষণের বিরুদ্ধে ‘অভিনব বার্তা’ দিলেন প্রদেশটির মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ছেলে তেজ প্রতাপ। তিনি আবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও।
এনডিটিভি জানিয়েছে, কয়েক দিন ধরে তেজ প্রতাপ অফিসে যাচ্ছেন ঘোড়ায় চেপে। বাড়ি থেকে তাঁর অফিসের দূরত্ব আধা কিলোমিটার। প্রতিদিন এই আধা কিলোমিটার যাত্রায় তেজ প্রতাপের সঙ্গী হন আরো তিনজন ঘোড়সাওয়ার। এদের মধ্যে একজন ঘোড়ার প্রশিক্ষক আর অপর দুজন হলেন তেজ প্রতাপের দেহরক্ষী। তেজ প্রতাপের দাবি, ঘোড়ায় চড়া পরিবেশ দূষণ মোকাবিলার একটা ভালো উপায় হতে পারে।
তেজ প্রতাপ জানিয়েছেন, তিনি পাঁচ বছর ধরে ঘোড়ায় চড়ছেন। বর্তমানে যেখানে দূষণ সীমা ছাড়িয়েছে তখন ঘোড়ার চড়াটা হতে পারে একটা ভালো বিকল্প।
তবে তেজ প্রতাপের ঘোড়ার চড়ে অফিসে যাওয়া এবং এর মাধ্যমে দূষণ বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগের কড় সমালোচনা করেছেন স্থানীয় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা। বিহার বিজেপির নেতা প্রেম কুমার বলেন, তেজ প্রতাপ ঘোড়ায় চড়ে মজা নিচ্ছেন, অথচ রাজ্যের চিকিৎসাসেবার উন্নয়নে তাঁর কোনো মাথা ব্যথাই নেই।