মুসলিম নিয়ে মন্তব্য, ভারতে মন্ত্রী বরখাস্ত

মুসলমানদের নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে ভারতের উত্তরপ্রদেশের এক মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যটির মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এক আদেশে মন্ত্রী ওমপাল নেহরাকে বরখাস্ত করেন।
ওমপাল বলেছিলেন, মুসলমানদের উচিত অযোধ্যা ও মথুরার দাবি ছেড়ে দেওয়া। একই সঙ্গে তাদের উচিত অযোধ্যায় রামমন্দির এবং মথুরায় কৃষ্ণমন্দির নির্মাণে সহায়তা করা।
গত বুধবার এক অনুষ্ঠানে দেওয়া এ বক্তব্য নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে ওমপালকে বরখাস্ত করা হলো।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ওমপাল সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদবের অত্যন্ত ঘনিষ্ঠ বলে মনে করা হয়।
আজ শুক্রবার সকালে ওমপাল তাঁর আগের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি দাবি করেন, তিনি বলতে চেয়েছিলেন, রামমন্দির সমস্যা সমাধানে মুসলমানদের এগিয়ে এগিয়ে আসা উচিত।
ওমপাল বলেন, ‘আমাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। আমি বলেছিলাম, রামমন্দির ছাড়া উত্তরপ্রদেশে বিজেপির আর কোনো ইস্যু নেই। তাই এই ইস্যুকে চিরতরে বন্ধ করা দরকার। আমি বলেছিলাম, অসাম্প্রদায়িক নেতৃত্ব ও মুসলিম বুদ্ধিজীবীদের একত্র হয়ে এর একটা সমাধান বের করা উচিত।’