ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মোদির শুভেচ্ছা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : ফাইল ছবি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুসলমানদের পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ বৃহস্পতিবার টুইটারে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি সমাজে সহানুভূতি এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।
টুইটার বার্তায় মোদি লেখেন, ‘ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই। এই উৎসব সমাজে ভ্রাতৃত্ব ও সহানুভূতির বন্ধন আরো দৃঢ় করবে।’
ঈদে মিলাদুন্নবী মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যু দিবস। সারা বিশ্বে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবও এটি।