বর মদ্যপ, বিয়ে ভেঙে দিলেন কনে

একটু পরই বর আসবেন। প্রস্তুত কনেপক্ষ। বিয়ের আসরে বসা কনেও। বর এলেন। বিয়ে পড়াতে প্রস্তুত পুরোহিত। কিন্তু মালাবদলের কয়েক সেকেন্ড আগে ধড়াম করে পড়ে গেলেন বর। আর তাতেই কনে বুঝে নিলেন, বর মদ্যপ।
তৎক্ষণাৎ বিয়ের আসর থেকে উঠে পড়লেন কনে। মা-বাবাকে জানালেন, তিনি আর বিয়ে করছেন না। চূড়ান্ত সিদ্ধান্তও হলো তা-ই। মেয়ের মতকেই প্রাধান্য দিয়ে বরযাত্রীদের চলে যেতে বললেন কনের অভিভাবকরা।
ব্যতিক্রমী এ ঘটনা ঘটে গত সোমবার। ঘটনাস্থল ভারতের উত্তরপ্রদেশের কানপুর।
টাইমস অব ইন্ডিয়ার (টিওআই) খবরে বলা হয়, ওই কনের বাড়ি কানপুর দেহাত জেলার সিধুলি গ্রামে। আর বরের বাড়ি একই জেলার আরেক গ্রাম সুজৌরে।
এ বিষয়ে জানতে চাইলে কানপুরের গতমপুর থানার পুলিশ কর্মকর্তা এ কে সিং টিওআইকে বলেন, বরকে মদ্যপ অবস্থায় পাওয়ায় কনে বরযাত্রীদের সঙ্গে রীতিমতো ঝগড়া শুরু করেন। এমনকি একপর্যায়ে কনেপক্ষ পুলিশকেও বিষয়টি জানায়। তবে পুলিশের হস্তক্ষেপের আগেই দুই পক্ষ বিষয়টি মিটমাট করে ফেলে।