‘আমার মেয়ের নাম জ্যোতি, এ জন্য লজ্জিত নই’

দিল্লির আলোচিত নির্ভয়া গণধর্ষণ মামলার তৃতীয় বার্ষিকীতে ঘটনার শিকার মেয়েটির নাম প্রকাশ করেছেন তাঁর মা। তিনি বলেছেন, ‘আমার মেয়ের নাম জ্যোতি সিং। আর এ জন্য আমি লজ্জিত নই।’
আজ বুধবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে জ্যোতির মা এ কথা বলেন। যারা ধর্ষণের মতো ঘৃণ্য অপকর্ম করে তাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘তাদের লজ্জিত হওয়া উচিত, ধর্ষণের শিকার নারী বা তাদের পরিবারের নয়।’
জ্যোতির মা বলেন, তিনি বুঝতে পারেন না, কেন ধর্ষণের শিকার নারীদের নাম লুকাতে হবে?
ভারতের সংবাদমাধ্যম জি নিউজ জানায়, ১৬ ডিসেম্বরের ওই ঘটনার দিনকে ‘নির্ভয়া চেতনা দিবস’ হিসেবে ঘোষণা করার দাবি নিয়ে জ্যোতির মা-বাবা ভারত সরকারের দ্বারস্থ হয়েছেন। তাঁদের সঙ্গে যোগ দিয়েছে বিভিন্ন নারীবাদী ও মানবাধিকার সংগঠন।
তিন বছর আগে দক্ষিণ দিল্লিতে একটি চলন্ত বাসে ২৩ বছর বয়সী জ্যোতিকে ধর্ষণ করে ছয় ব্যক্তি। এর মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক কিশোরও ছিল। এ ঘটনায় জ্যোতি মারাত্মক জখম হন। তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে সিঙ্গাপুরে নেওয়া হয়। ১৩ দিন পর ২০১২ সালের ২৯ ডিসেম্বর তিনি মারা যান।
জ্যোতির ৫০ বছর বয়সী বাবা খেদ নিয়ে বলেন, ‘মেয়েকে ন্যায়বিচার দিতে পারলাম না। তিন বছর হয়ে গেল, অথচ অপরাধীদের ফাঁসি হলো না।’