ভারতে ৮০ শতাংশ নারীর ব্যাংক হিসাব নেই

মানব উন্নয়ন সূচকে ভারত ১৩৫তম থেকে ১৩০তম অবস্থানে এগিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। দেশটির মাথাপিছু মোট জাতীয় আয় (জিএনআই) ১৯৮০ সালের পর প্রায় সাড়ে চার গুণ বেড়েছে। তবে দেশটির ৮০ শতাংশ নারীর ব্যাংক হিসাব নেই।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় স্থানীয় সময় গত সোমবার ‘মানব উন্নয়নে কাজ’ শিরোনামে ২০১৫ সালের মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে ইউএনডিপি।
ইউএনডিপির প্রতিবেদনটির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে আজ মঙ্গলবার বলা হয়েছে, ১৯৮০ সালে ভারতের মাথাপিছু জিএনআই ছিল এক হাজার ২৫৫ মার্কিন ডলার। ২০১৩ সালে তা ৫ হাজার ১৮০ ডলার এবং ২০১৪ সালে ৫ হাজার ৪৯৭ ডলার দাঁড়িয়েছে। তবে এখনো দেশটির মোট কর্মজীবী মানুষের প্রায় অর্ধেক দরিদ্র্সীমায় রয়েছে। ক্রয়ক্ষমতার ভিত্তিতে তাদের দৈনিক গড় আয় দুই ডলার বা ১৬০ টাকা।
ইউএনডিপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতে এখনো লিঙ্গ বৈষম্য সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি। শ্রমের বিনিময়ে মজুরি ঠিকমতো পরিশোধ করা হয় না। তবে দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপির) ৩৯ শতাংশ নারীদের অবদান। ১৯৯০ সালে দেশটিতে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ছিল ৩৫ শতাংশ। তবে ২০১৩ সালে তা কমে দাঁড়িয়েছে ২৭ শতাংশে।
ইউএনডিপির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত, পাকিস্তান, মেক্সিকো ও উগান্ডাসহ মোট ৩৮টি দেশে ৮০ শতাংশ নারীর ব্যাংক হিসাব নেই। তবে জাপান ও দক্ষিণ কোরিয়ার ৯০ শতাংশের বেশি নারীর ব্যাংক হিসাব রয়েছে।