ভারতে এবার অনলাইনে ‘বিশুদ্ধ’ গোবর বিক্রি

গরু আর গরুর মল-মূত্র নিয়ে কত কাণ্ডই না হচ্ছে ভারতে! রোগ তাড়াতে এতদিন ঢক ঢক করে গো-মূত্র পান করে এসেছেন দেশটির অনেকে। জীবাণুমুক্ত করতে গোটা হাসপাতাল ধুয়ে ফেলা হয়েছে গো-মূত্রে। ভারতের বিভিন্ন রাজ্যে এখন রাস্তার পাশের দোকানে মেলে বোতলজাত গো-মূত্র। এমনও খবর বেরিয়েছে যে, ভারতের বিভিন্ন রাজ্যে স্থানীয়ভাবে তৈরি প্রসাধনসামগ্রীর মোড়কে লেখা হচ্ছে, আমাদের ক্রিমে আছে ‘কাউ ইউরিন’!
এখানেই শেষ নয়। এই তো কদিন আগেই ভারতের কয়েকজন বিজ্ঞানী ঘোষণা দিয়েছিলেন, গো-মূত্রে সারবে ক্যানসার। দেশটির কট্টরপন্থী দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) তো আরেক কাঠি এগিয়ে। সংগঠনটি দাবি করেছিল, পরমাণু বোমার তেজস্ক্রিয়তা নষ্ট করে দিতে পারে গোবর!
যে গোবরের উপকারী দিক নিয়ে এত মাতামাতি, সেই বস্তুই যদি কেনাকাটার সবচেয়ে আধুনিক মাধ্যম ‘অনলাইন শপে’ না পাওয়া যায় তাহলে চলবে কী করে! সেই কথা মাথায় রেখে হয়তো বিশ্বব্যাপী কেনাকাটার বিখ্যাত সাইট অ্যামাজন ডটকমের ভারতীয় সংস্করণ অ্যামাজন ডটইনে মিলছে গোবর!
অবাক হলেও এটাই এখন সত্যি। অ্যামাজনে বিশ্বের তাবৎ পণ্যসামগ্রীর সঙ্গে আপনি অর্ডার দিতে পারেন ‘বিশুদ্ধ’ গোবরের। সঙ্গে পাওয়া যাচ্ছে শুকনা গোবর ঘুঁটেও। প্রতি ১০০ গ্রাম ‘বিশুদ্ধ’ গোবরের দাম ৬৯ রুপি, যা বাংলাদেশি প্রায় ৮০ টাকা। আর প্রতিটি ২০০ গ্রাম ওজনের ১১টি ঘুঁটে পাওয়া যাবে মাত্র ১২০ রুপিতে। বাংলাদেশি মুদ্রায় যার দাম পড়বে ১৪০ টাকা।