ভারতে ‘গরুর মাংস উৎসব’ পরিকল্পনা করায় ১৬ শিক্ষার্থী গ্রেপ্তার

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ‘গরুর মাংস উৎসবে’র পরিকল্পনা করায় ভারতের হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় বুধবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া গরুর মাংস উৎসবের বিপরীতে গরু রক্ষা দিবস (গাও সেভা দিওয়াস) পালনের ঘোষণা দেওয়ায় রাজা সিং নামের এক আইনপ্রণেতাকে গৃহবন্দি করা হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়, ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে আজ গরুর মাংস উৎসবের পাশাপাশি ‘শূকরের মাংস উৎসব’ করার ঘোষণা দিয়েছিল একদল শিক্ষার্থী। এর প্রতিবাদে একই দিন একটি র্যালি করার সিদ্ধান্ত নেন বিজেপির গোশামহল এলাকার সংসদ সদস্য রাজা সিং। এতে করে সাম্প্রদায়িক সংঘর্ষ বাধার আশঙ্কায় সাংসদ ও শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়।
উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো সহিংসতা এড়াতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে সীমিত করা হয়েছে মানুষ ও যান চলাচল।
গত মঙ্গলবার ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গরুর মাংসের বিরিয়ানি ও কাবাব খেয়েছিলেন। ওই সময় শিক্ষার্থীরা জানিয়েছিলেন, ‘গরুর মাংস উৎসব’ করার ব্যাপারে তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ।
এর আগে গত সোমবার হায়দরাবাদের আদালত খাদ্য উৎসব বা ‘ফুড ফেস্টিভ্যাল’-এর ওপর স্থগিতাদেশ জারি করেন। আদালত এক নির্দেশে বলেন, বিষয়টি বেআইনি এবং তা প্রাণী অধিকার-সংক্রান্ত আইনের লঙ্ঘন।