খালি হাতে বিষধর গোখরা মেরে ‘প্রতিশোধ’

চোখের সামনে নিজের সন্তানের মৃত্যু দেখার চেয়ে বড় কষ্ট আর কী হতে পারে? এ রকম মুহূর্তে একজন বাবা-মা যেকোনো কঠিন পদক্ষেপ নিতে দ্বিধা করেন না। তবে ভারতের এক ব্যক্তি যা করেছেন, তা যে কাউকে চমকে দেবে।
দক্ষিণ ভারতের এই ব্যক্তির ছেলে গোখরা সাপের ছোবলে মারা যায়। এর পর সন্তান হত্যার বদলা নেওয়ার প্রতিজ্ঞা করেন তিনি। রাগের বশে খুঁজে বের করেন সেই গোখরাটিকে, যার ছোবলে তাঁর সন্তানের মৃত্যু হয়েছিল। এরপর নিজের সব রাগ-ক্ষোভ ঢেলে দেন সাপটির ওপরে।
একটি ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড ক্ষোভে ফুঁসতে থাকা ওই বাবা একটি ঝোপে লুকিয়ে থাকা বিশাল গোখরাটিকে খালি হাতেই ধরেন। এর পর সেটিকে মাটিতে আছাড় মারতে থাকেন। একপর্যায়ে মারা যায় সাপটি।
গত আগস্ট মাসে ইউটিউবে প্রথম আপলোড করা হয় এই ভিডিও। এখন পর্যন্ত পাঁচ লাখের মতো মানুষ দেখেছেন এটি। শেয়ারও করেছেন বহু মানুষ। ভিডিওটি দেখে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। কেউ কেউ এ ঘটনাকে অসহায় প্রাণীর বিরুদ্ধে সহিংসতা বলে মনে করছেন। আবার অনেকেই বিস্ময় নিয়ে দেখছেন, একজন বাবার ছেলে হত্যার বদলা নেওয়ার দৃশ্য।