এএপিতে সিধুকে স্বাগত জানালেন কেজরিওয়াল

সাবেক ক্রিকেটার ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নবজোৎ সিং সিধুকে আম আদমি পার্টিতে (এএপি) স্বাগত জানিয়েছেন দলটির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গতকাল শনিবার ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট’ শীর্ষক সম্মেলনে সিধুকে স্বাগত জানান তিনি।
এনডিটিভির খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার ওই সম্মেলনে ২০১৭ সালে অনুষ্ঠেয় পাঞ্জাব নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কেজরিওয়াল। ওই সময় তিনি বলেন, এএপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে সিধুকে স্বাগত জানানো হবে।
কেজরিওয়াল বলেন, পাঞ্জাব নির্বাচনে জিতবে এএপি। তিনি আরো বলেন, ‘দিল্লি নির্বাচনের ফলাফলের পুনরাবৃত্তি পাঞ্জাবে হলে আমি অবাক হবো না।’
সিধুকে দলে ভেড়ানোর চেষ্টা করছে এএপি—বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদের বিষয়ে কেজরিওয়ালের কাছে জানতে চান একজন সাংবাদিক। জবাবে কেজরিওয়াল বলেন, ‘নবজোৎ সিধু দলে আসতে চাইলে স্বাগত জানানো হবে। তবে তাঁর সঙ্গে কোনো আলোচনা হয়নি।’