পানি কমছে, স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ে ভারি বর্ষণে সৃষ্ট বন্যার পানি কমতে শুরু করছে। একই সঙ্গে শহরের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহও স্বাভাবিক হচ্ছে।
বিবিসির খবরে বলা হয়, সরকারি বাহিনীর নির্মিত আশ্রয়কেন্দ্রেই এখনো অবস্থান করছেন চেন্নাইয়ের বিপুল বাসিন্দা। ওই লোকজনসহ বন্যা উপদ্রুত চেন্নাইয়ের হাজার হাজার মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছাতে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।
আজ শনিবার বন্যায় ক্ষতিগ্রস্ত চেন্নাইয়ের প্রধান বিমানবন্দর এবং রেলপথগুলোর সংস্কারে নামবে সরকারের বিভিন্ন বাহিনী।
গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে বেশি বর্ষণের ঘটনায় তামিলনাড়ুর বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। পানিতে ডুবে যায় বহু ঘরবাড়ি, মহাসড়কসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। বিভিন্ন স্থানে আটকাপড়ে হাজার হাজার মানুষ। তাদের মধ্যে সাত হাজার জনকে উদ্ধার করা হয়েছে বলে সর্বশেষ খবরে জানা গেছে।
গত মাসের শেষের দিকে শুরু হওয়া প্রলয়ঙ্করী এ বন্যায় ২৬৯ জন মারা যায়। ডুবে যাওয়া বাড়িঘরে এখনো আটকাপড়ে আছে বহু মানুষ।