মোদির ভুয়া ছবি ছেড়েছিল ভারত সরকার!

ভারতেই চেন্নাইয়ের বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত এক ছবিতে দেখা যায়, হেলিকপ্টারের জানালার দিকে তাকিয়ে নরেন্দ্র মোদি, আর জানালায় স্পষ্ট বন্যাকবলিত নগর। বানোয়াট ওই ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে। এরই পরিপ্রেক্ষিতে ছবিটি সরিয়ে ফেলেছে সরকার।
ডেইলি মেইল জানিয়েছে, গত বৃহস্পতিবার তামিলনাডুর রাজধানী চেন্নাই পরিদর্শনে যান নরেন্দ্র মোদি। শতাব্দীর ভয়াবহতম বৃষ্টিপাতে গত এক মাসে রাজ্যটিতে ২৮০ জন মারা গেছে। একই সঙ্গে কয়েক হাজার মানুষ বাসস্থান হারিয়েছে।
ভারত সরকারের তথ্যবিষয়ক সংস্থা পিআইবি মোদির চেন্নাই সফর নিয়ে একটি ছবি প্রকাশ করে। ছবিটিতে দেখা যায়, হেলিকপ্টারের গোল জানালার দিকে তাকিয়ে আছেন মোদি, আর জানালা দিয়ে দেখা যাচ্ছে বন্যায় ডুবে যাওয়া চেন্নাই শহরের একাংশ। তবে শহরের ছবি এতটাই পরিষ্কার যে, স্পষ্ট বোঝা যায় এটি অন্য কোথাও থেকে কেটে এনে বসানো হয়েছে। পরে ছবিটি সরিয়ে ফেলে ভারত সরকার। তবে এরই মধ্যে সংবাদ সংস্থা রয়টার্স ছবিটি প্রকাশ করে। পরে তারাও এটি সরিয়ে ফেলে।
প্রধানমন্ত্রীর বানোয়াট ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা হয়। অনেকে অভিযোগ করেন, পিআইবি আসল ছবিকে সম্পাদনা করে প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে কৌতুকও কম হয়নি, একজন বন্যাকবলিত নগরের ছবি সরিয়ে চাঁদ থেকে তোলা পৃথিবীর ছবি বসিয়ে দেন।
পরে মোদির টুইটার অ্যাকাউন্ট থেকে পূর্বের সঙ্গে মিল আছে এমন ছবি দেওয়া হয়। এতে দেখা যায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারের দিকে তাকিয়ে আছেন, আর জানালায় অস্পস্টভাবে বন্যাকবলিত এলাকা দেখা যায়।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সম্পাদিত ছবি প্রকাশের জন্য কার্যালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও কয়েজন কর্মকর্তাকে তলব করা হয়েছে। তবে কার্যালয়ের প্রধান এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। আজ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী কোনোভাবেই বিষয়টি মেনে নেবেন না।