১৩৭ বছর পর ছাপা হলো না ‘দ্য হিন্দু’

প্রবল বৃষ্টিপাত ও প্রাকৃতিক দুর্যোগের কারণে তামিলনাড়ুতে পত্রিকার প্রকাশও বন্ধ রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার তামিলনাড়ু সংস্করণ প্রকাশ করতে পারেনি দ্য হিন্দু পত্রিকা।
এতে ওই অঞ্চলের মানুষের ১৩৭ বছরের অভ্যাসে ছেদ পড়েছে বলে জানিয়েছে দ্য হিন্দু পত্রিকার দিল্লি সংস্করণ। পত্রিকাটি জানিয়েছে, ১৮৭৮ সালে সংবাদপত্রটি আত্মপ্রকাশের পর এই প্রথমবার এমন নজিরবিহীন ঘটনা ঘটল। চেন্নাইয়ে বন্যার কারণে রাস্তায় পানি থাকায় পত্রিকাটির কাগজ ছাপাখানায় এসে পৌঁছাতে পারেনি। এ ছাড়া বন্যার কারণে সংবাদসংস্থার অফিস পানিতে ডুবে গেছে বলেও জানিয়েছে পত্রিকাটির কর্তৃপক্ষ।
পত্রিকাটির প্রকাশক এন মুরলি জানান, এই প্রথম এমনটা ঘটল। প্রবল বৃষ্টিতে পত্রিকাটির কার্যালয় এলাকা মারাইমালাইনগর টাউনশিপ কার্যত বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে। দ্য হিন্দু চেন্নাই ছাড়া আরো ১৭টি শহর থেকে ছাপা হয়। কিন্তু কাগজ ছাপা হলেও মানুষের কাছে পৌঁছে দেওয়া যেত না বলেই মনে করছেন প্রকাশক এন মুরলি।