স্কুলছাত্রীকে ধর্ষণ করল তারই চার বন্ধু, ভিডিও হোয়াটসঅ্যাপে

পড়াশোনার জন্য ডেকে নিয়ে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে তারই চার বন্ধু। পরে ধর্ষণের ভিডিওচিত্র ছড়িয়ে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে, যা ঘুরে ঘুরে পৌঁছেছে ওই ছাত্রীর এক স্বজনের কাছে। ভারতের মহারাষ্ট্রে মুম্বাইয়ে গত বুধবার ধর্ষণের ঘটনাটি প্রকাশ হয়ে যায়।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ৮ নভেম্বর মুম্বাই শহরে ধর্ষণের ঘটনা ঘটে। পড়াশোনার সহায়তার জন্য এক স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে যায় তাঁর বন্ধু। পরে ওই বন্ধু আরো তিন বন্ধুকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ করে এবং এর ভিডিও করে। ধর্ষণের ঘটনা কাউকে জানালে ভিডিও প্রকাশ করে দেওয়া হবে—এই বলে ছাত্রীকে ভয় দেখানো হয়। তবে এক ধর্ষক অপর বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে ভিডিওটি শেয়ার করে। একপর্যায়ে এটি পৌঁছায় ধর্ষণের শিকার ছাত্রীর ‘আন্টি’র কাছে। বুধবার ভিডিওচিত্রটি পেয়ে ছাত্রীর ওই স্বজন পুলিশের কাছে যান।
মুম্বাই পুলিশ জানিয়েছে, ঘটনার সবাই ১৫ থেকে ১৬ বছর বয়সী এবং একই স্কুলের শিক্ষার্থী। তাদের সবাই একই এলাকায় থাকে। পুলিশ আরো জানায়, ঘটনার দিন স্কুলছাত্রীর ধর্ষক বন্ধুর বাড়িতে কেউ ছিল না। ওই বন্ধু ও তার তিন বন্ধু পালাক্রমে ধর্ষণ করে স্কুলছাত্রীকে এবং পুরো ঘটনা মোবাইলে ভিডিও করে। ধর্ষণকারীরা স্কুলছাত্রীকে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। তবে এক ধর্ষক হোয়াটসঅ্যাপে ভিডিওটি শেয়ার করে। পরে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে।
মুম্বাই পুলিশ আরো জানিয়েছে, ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বাবা মারা গেছেন। তাঁর মা বিদেশে কাজ করেন। ওই ছাত্রী বোন, দাদি ও এক আন্টির সঙ্গে থাকত। গত বুধবার ছাত্রীর আন্টির কাছে ধর্ষণের ভিডিওচিত্রটি আসে। তিনি ওই ছাত্রীকে ভিডিওটি দেখালে সে পুরো ঘটনা জানায়। বুধবার মুম্বাইয়ের মালাদ পুলিশের কাছে একটি এফআরআই করেন স্কুলছাত্রীর আন্টি।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সবাইকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করা হয়েছে। আদালত তাদের দনগ্রি সংশোধনাগারে পাঠিয়েছে। একজন শিশুকল্যাণ কর্মকর্তা ওই ছাত্রদের জিজ্ঞাসাবাদ করবেন।