পশ্চিমবঙ্গ থেকে সদস্য সংগ্রহের চেষ্টা আইএসের

ভারতের পশ্চিমবঙ্গ থেকে সদস্য সংগ্রহের চেষ্টা করছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। শুধু অনলাইনই নয় সশরীরে উপস্থিত হয়েও তরুণদের দলে ভেড়ানোর চেষ্টা করছে দলটি। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলোতে আইএসের সদস্য দেখা গেছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
পশ্চিমবঙ্গকে জঙ্গিবাদের ব্যাপারে সতর্ক করার বিষয়টি নতুন নয়। এর আগেও রাজ্য সরকারকে কয়েকবার সতর্ক করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও পশ্চিমবঙ্গকে জঙ্গি কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক করেছে। তবে জঙ্গি কর্মকাণ্ডের ওপর নজরদারির জন্য পশ্চিমবঙ্গে এখনো চালু হয়নি বিশেষ প্রযুক্তি দল।
চলতি বছরের আগস্টে ভারতের ১২টি রাজ্যের পুলিশ মহাপরিচালকদের একটি বৈঠকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এল সি গয়াল বলেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার কিছু তরুণ সামাজিক যোগাযোগের মাধ্যমে আইএসের কর্মকাণ্ডকে সমর্থন করছে। ওই বৈঠকে পশ্চিমবঙ্গের পুলিশ মহাপরিচালক জিএমপি রেড্ডিও উপস্থিত ছিলেন।
চলতি বছর আগস্টেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে প্রযুক্তি দল গড়ে তোলার নির্দেশ দেয়, যারা অনলাইনে নজরদারি বাড়াবে। তবে এরপর চার মাস পার হলেও এটি গড়ে তুলতে ব্যর্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
রাজ্যে জঙ্গিবাদীদের কর্মকাণ্ডের কথা স্বীকার করে পশ্চিমবঙ্গের পুলিশ কর্মকর্তারা জানান, কিছু কর্মকাণ্ড চলছে, যা বর্তমানে পুলিশের কাছে থাকা প্রযুক্তির মাধ্যমেই ধরার চেষ্টা করা হচ্ছে। তবে এই মুহূর্তে প্রযুক্তি দল তৈরির মতো অবস্থা পশ্চিমবঙ্গ পুলিশের নেই। এরই মধ্যে জনবল সংকটে ভুগছে রাজ্যের পুলিশ বাহিনী।
তবে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জামায়াতুল মুজাহিদীনের কর্মকাণ্ড এরই মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করেছে। এটি আইএসের পথই পরিষ্কার করছে। তবে রাজ্যের পুলিশ বিষয়টি জানলেও অলস রয়েছে এবং এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার করেনি।