মোদির বাড়ির পাশে গুলি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের পাশে তিনটি গুলিবর্ষণ হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে নয়াদিল্লিতে রেসকোর্স কোর্স রোডে অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের পাশে এ ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এক পুলিশ সদস্য দুর্ঘটনাবশত তাঁর একে-৪৭ অস্ত্র দিয়ে কয়েকবার গুলি চালান।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রীর বাসভবনের একদম কাছেই এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রাত সাড়ে ৮টার দিকে পুলিশের পাহারায় পরিবর্তন করা হয়। ওই সময় পুলিশের নতুন সদস্য যুক্ত হন এবং পুরোনো সদস্যরা চলে যান। সদস্য পরিবর্তনের সময় অস্ত্রও পরিবর্তন করা হয়। এ সময়ই দুর্ঘটনাবশত এক পুলিশ সদস্য কয়েকটি গুলি চালান।
ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি আরো তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।