খোলা জায়গায় মলত্যাগ করলে মিলবে না সরকারি চাকরি

যত্রতত্র খোলা জায়গায় অবাধে মলত্যাগ করা বন্ধ করতে অভিনব পন্থা নিয়েছে ভারতের হরিয়ানা সরকার। তারা সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে যারা খোলা জায়গায় মলত্যাগ করবেন, তাদের জন্য চিরতরে বন্ধ করে দেওয়া হবে যাবতীয় রকমের সরকারি চাকরির দরজা।
এই মর্মে গতকাল মঙ্গলবার একটি সরকারি নির্দেশনাও জারি করা হয়েছে। যে নির্দেশিকায় সাফ সাফ বলে দেওয়া হয়েছে, কোনো ওজুহাত নয়, যারা এখন থেকে খোলা জায়গায় মলত্যাগ করবেন, তাদের জন্য বন্ধ সরকারি চাকরির দরজা।
ভারতের বিভিন্ন রাজ্যে পরিবেশ সুরক্ষার দাবিতে খোলা স্থানে মলত্যাগ বন্ধ করার জন্য নানা রকম প্রচারণামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। যে সমস্ত প্রচার এখনো চালু আছে ভারতের বিভিন্ন রাজ্যের গ্রামে গ্রামে। মূলত গ্রামে পঞ্চায়েতের মধ্যে চালানো হয় এই প্রচারাভিযান। এরই মধ্যে ভারতের বিভিন্ন রাজ্যের গ্রামে গ্রামে প্রতিটি ঘরে ঘরে শৌচাগার গড়ে তোলার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার নানা প্রকল্পেরও ঘোষণা দিয়ে রেখেছে। তবু ভারতের বহু রাজ্যের গ্রামের লোকজন খোলা জায়গায় মলত্যাগ করার অভ্যাস বদলাতে পারেননি।
ভারতে মোদি সরকার ক্ষমতায় আসার পর ভারতজুড়ে ‘স্বচ্ছ ভারত অভিযানের’ ডাক দেয়। যে অভিযানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় খোলা স্থানে মলত্যাগবিরোধী প্রচারকে। কেন্দ্রের সেই স্বচ্ছ ভারত নির্মাণ অভিযানকে পুরো মাত্রায় সফল করতে এবার কড়া হাতে এগিয়ে এসেছে হরিয়ানা সরকার।
হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টা এবার খোলা স্থানে মলত্যাগ বন্ধ করতে তাই কড়া সিদ্ধান্ত নিয়েছেন। হরিয়ানা সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে চাকরি প্রার্থীদের আবেদনের সময় লিখিত জানাতে হবে, তাঁরা খোলা জায়গায় মলত্যাগ করেন না। হরিয়ানার অতিরিক্ত উপকমিশনার তথা ডিআরডিএর সিইও প্রভোজ্যোতি সিং জানিয়েছেন, স্বচ্ছতা নিয়ে কেন্দ্রীয় সরকারের নির্দেশ পালন করতেই হরিয়ানা সরকারের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে।