বিহারে বিপর্যয়ের পর বিজেপিকে কটাক্ষ করল শিবসেনা

ভারতে গত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিশাল জয় পেয়েছিল শুধু দলটি বা এর নেতা মোদির জনপ্রিয়তার কারণেই নয়। ওই জয়ে কংগ্রেস ও গান্ধী পরিবারের দুর্বল নেতৃত্বও দায়ী ছিল। চালাকির রাজনীতি করে বিজেপি। চালাকি সব সময় কাজ করে না। এর খেসারতও দিতে হয়। বিহারের বিধানসভা ভোটে বিজেপির শোচনীয় পরাজয়ের পর এভাবেই বিজেপি নেতৃত্বকে কটাক্ষ করেছে দলটির জোটের অন্যতম শরিক শিবসেনা।
শিবসেনার মুখপত্র ‘সামনা’র সম্পাদকীয়তে বিহার নির্বাচনে বিজেপির পরাজয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলা হয়, গত লোকসভা ভোটের সময় থেকে ‘মোদি হাওয়া’ বলে বিজেপি যে রব তুলেছিল সেই হাওয়া যে এখনো থাকবে কিংবা মোদির ভাবমূর্তি সব সময় কাজ করবে, তা মনে করে না তারা। মোদিকে খোঁচা দিয়ে এতে লেখা হয়েছে, ‘অনেক সময় ঢেউ আসে, আবার সেই ঢেউ চলে যায়। কিন্তু একবার ঢেউ এসে চলে গেলে মনে রাখা উচিত, সেই ঢেউয়ের অস্তিত্ব ধুয়েমুছে সাফ হয়ে যায়।’
সম্পাদকীয় প্রতিবেদনে আরো বলা হয়, গত লোকসভা নির্বাচনে বিজেপি বিশাল জয় পেয়েছিল। সেই জয় যে শুধুমাত্র মোদির কারণে কিংবা বিজেপির ক্যারিশমায় তা মনে করে না শিবসেনা। আসলে গত লোকসভা নির্বাচনে বিজেপির সেই বিশাল জয়ের নেপথ্যে ছিল কংগ্রেসের গান্ধী পরিবারের দুর্বল নেতৃত্ব। শিবসেনা মনে করে, বিরোধী শিবির শক্তিশালী না হওয়ার কারণেই গত লোকসভা ভোটে বিজেপি শক্তিশালী হয়ে ওঠে।
সামনা’য় বিজেপি নেতৃত্বকে সমালোচনা করে বলা হয়, বিজেপি মনে করে তাদের দলের নেতারা সবাই দুর্ধর্ষ। নেতারা কোনো ভুল করতেই পারেন না। তাঁরা মনে করেন তাঁরা যেটা করছেন সেটাই সঠিক। কিন্তু মনে রাখা দরকার, চালাকি করে সব সময় রাজনীতি হয় না।
সামনা’য় আরো বলা হয়, বিহারে ফল প্রকাশের পর লালুপ্রসাদকে নিজের অহংকার নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছিলেন বিজেপি নেতা সুশীল কুমার মোদি। শিবসেনা মনে করে, যারা নিজেরাই অহংকারের চূড়ায় বসে আছে, তারা অন্যদের পরামর্শ দেয় কী করে।