চলে গেলেন বিশ্বের সবচেয়ে ‘ছোট’ মানুষ

প্রয়াত পৃথিবীর ক্ষুদ্রতম মানুষ চন্দ্র বাহাদুর দাঙ্গি। ফাইল ছবি
চলে গেলেন পৃথিবীর ক্ষুদ্রতম মানুষ নেপালের চন্দ্র বাহাদুর দাঙ্গি। মাত্র ৫৪.৬ সেন্টিমিটার বা এক ফুট সাড়ে নয় ইঞ্চি উচ্চতার দাঙ্গি পৃথিবীর সবচেয়ে ‘ছোট’ মানুষ বলে পরিচিত ছিলেন।
গতকাল শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপের এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সামোয়া দ্বীপে ভ্রমণের সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়।
২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি দ্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের পাতায় জায়গা করে নেন দাঙ্গি। এর আগে কাঠমান্ডু থেকে ৪০০ কিলোমিটার দূরের একটি প্রত্যন্ত গ্রামে থাকতেন তিনি।