বাংলাদেশে বসে ভারতে জঙ্গি তৎপরতা!

বৈধ কাগজপত্র না থাকায় সম্প্রতি ভারতে আটক হয়েছেন কয়েকজন পাকিস্তানি নাগরিক। এদেরই একজন মোহাম্মদ নাসির। বাংলাদেশে জন্ম নেওয়া এই পাকিস্তানি নাগরিকের সঙ্গে জঙ্গি সংগঠনের যোগাযোগ আছে বলে ধারণা করা হচ্ছে। আর এই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করত বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) এক জ্যেষ্ঠ নেতা। এসব দাবি করেছে ভারতের বিশেষ তদন্ত দল (এসআইটি)।
হায়দ্রাবাদের পুলিশ টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, ভারতে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে একটি চক্র অবৈধ উপায়ে পাসপোর্ট সংগ্রহ করেছে। নাসির ও অন্যরা বুঝতে পারেননি তাঁরা কী করতে যাচ্ছেন। তাঁরা শুধু আবদুল জব্বার নামের এক হুজি নেতার নির্দেশ মতো কাজ করেছেন। জব্বার বিভিন্ন উদ্দেশ বেশ কয়েকটি চক্র পরিচালনা করছেন। কিন্তু নাসিরের এ সম্পর্কে কোনো ধারণা নেই। নাসিরের দাবি, জব্বার হুজির শীর্ষ পর্যায়ের একজন নেতা।
পুলিশ জানিয়েছে, নাসির শুধু দাবি করেন, তিনি কাপড় ব্যবসা ও দর্জির কাজের জন্য এখানে এসেছেন। ২০১৩ সালে জব্বার অবৈধভাবে ভারতে ঘুরে যান। বাংলাদেশে ফিরে যাওয়ার আগে কয়েক মাসের জন্য তিনি নাসিরের সঙ্গে বসবাস করেন। বিচারিক হেফাজতে থাকা বৈধ কাগজপত্রবিহীন অপর দুই ব্যক্তি নূর ও ফাহিমকে জিজ্ঞাসাবাদের অপেক্ষায় রয়েছেন তদন্ত কর্মকর্তারা। নয়াদিল্লিতে গ্রেপ্তারের পর তাঁদের এসআইটি জিজ্ঞাসাবাদ করেনি।
পাকিস্তানে সন্দেহভাজন সন্ত্রাসীদের সঙ্গে আবদুল জব্বারের যোগাযোগ রয়েছে এবং তিনি ভারতে একটি চক্র পরিচালনার লক্ষ্যে কাজ করছেন। তদন্ত কর্মকর্তারা জব্বার ও নাসিরের মধ্যে টেলিফোনালাপ যাচাই-বাছাই করছেন। পাসপোর্ট জালিয়াতির ঘটনা প্রকাশের পর থেকে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে ভারতীয় এসআইটি।