নেপালে মিছিলে পুলিশের গুলি, নিহত ৫

নেপালে সংবিধান সংশোধনের পরিকল্পনার প্রতিবাদে মিছিল। ফাইল ছবি
নেপালে একটি মিছিলে পুলিশের গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। সরকারের সংবিধান সংশোধনের পরিকল্পনার প্রতিবাদে মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নেপাল পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।
রয়টার্সের খবরে আরো বলা হয়, দীর্ঘ সাত বছর আলোচনার পর দেশটিতে নতুন সংবিধান প্রণয়নের প্রস্তাব দেওয়া হয়। এতে দেশটির পশ্চিমাঞ্চলকে কয়েকটি প্রদেশে ভাগ করার প্রস্তাব দেওয়া হয়। আর এই প্রস্তাবের প্রতিবাদে দুই সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছে ওই অঞ্চলের মানুষ। এরই মধ্যে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ২০ জনের বেশি লোক নিহত হয়েছেন।