যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ফ্লোরিডায় এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, নিহত বাংলাদেশির নাম শহীদুল আলম (৫৫)। তিনি গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ার আবদুল কাইয়ুম মিয়ার ছেলে। ফ্লোরিডায় শহীদুলের একটি ডিপার্টমেন্টার স্টোর ছিল।
শহীদুলের বোনের স্বামী হাসমত আলী শিকদার চুন্নু জানান, বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১০টার দিকে নিজের বাসায় ঢোকার সময় চার-পাঁচজন অজ্ঞাত বন্দুকধারী দুর্বৃত্ত শহীদুলকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন শহীদুল।
তবে এখন পর্যন্ত এই হত্যার ঘটনার কারণ জানা যায়নি।