উইনস্টাইনের বিরুদ্ধে এবার মুখ খুললেন উমা থারমান

অনেক নারীকেই যৌন হয়রানি, ধর্ষণের অভিযোগ রয়েছে হলিউড প্রযোজক হার্ভি উইনস্টাইনের বিরুদ্ধে। তবে এবার তার বিরুদ্ধে মুখ খুলেছেন হলিউড তারকা উমা থারমান। সব নিরবতা ভেঙে দি নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে উইস্টাইনের বিরুদ্ধে অভিযোগ করেন।
‘পাল্প ফিকশন’, ‘কিল বিল’ চলচ্চিত্রের অভিনেত্রী থারমান বলেন, ‘তিনি আমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং এগিয়ে আসতে থাকেন। গায়ের জোর খাটাতে চান। যত ধরনের কুৎসিত কাজ আছে, সবই করেন তিনি।’ এসময় তিনি বলে ওঠেন, ‘ তুমি একটা পশু, গিরগিটির মতো।
থারমান বলেন, একটা বৈঠকের পর প্যারিসের একটা হোটেলে উইনস্টাইনের কাছে যান তিনি। তিনি বলেন, ‘ উইনস্টাইন আমাকে একদিনে যেতে নির্দেশ দিলেন। আমি একটা দরজা দিয়ে তাকে অনুসরণ করতে করতে একটা অন্ধকার ঘরে ঢুকে পড়ি। এসময় আমি একটা পুরো কালো পোশাক পরে ছিলাম—বুট, প্যান্ট, জ্যাকেট। খুব গরম ছিল সেখানে। আমি বললাম, এটা খুবই হাস্যকর। এখানে কি করছেন আপনি? তখন তিনি ঝাঁপিয়ে পড়লেন এবং দৌড়ে চলে গেলেন।’
থারমান জানান, তিনি উইনস্টাইনকে সতর্ক করে দিয়েছিলেন: ‘আমার সাথে তুমি যা করেছ, যদি অন্য কারো সঙ্গে করো, তুমি তোমার ভবিষ্যৎ, পরিবার, খ্যাতি সব হারাবে। আমি তোমাকে বলে দিলাম।’
থারমানের বন্ধু ইলোনা হারমান বলেন, ‘উইনস্টাইনের সঙ্গে বৈঠক থেকে ফিরে খুবই হতাশ ছিলেন থারমান। তার চোখগুলো পাগলের মতো ছিলো। এবং সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলো না। ও কাঁপছিলো। আমি তাকে ট্যাক্সিতে উঠিয়ে আমার বাড়িতে নিয়ে যাই।’