যৌন হয়রানির অভিযোগে রিপাবলিকান পদ ছাড়লেন ক্যাসিনো মুগল

যৌন হয়রানির অভিযোগের মুখে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান জাতীয় কমিটির ফাইন্যান্স চেয়ারের পদ থেকে পদত্যাগ করেছেন ক্যাসিনো মুগল স্টিভ ওয়েন। ছবি : রয়টার্স
যৌন হয়রানির অভিযোগের মুখে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান জাতীয় কমিটির (আরএনসি) ফাইন্যান্স চেয়ারের পদ থেকে পদত্যাগ করেছেন ক্যাসিনো মুগল স্টিভ ওয়েন।
আরএনসির চেয়ারপারসন রোনা ম্যাকডেনিয়েল মার্কিন গণমাধ্যমকে স্থানীয় সময় শনিবার ওয়েনের পদত্যাগপত্র গ্রহণ করার কথা জানিয়েছেন।
স্টিভ ওয়েন রিপাবলিকান দলের একজন দাতা ও তহবিল সংগ্রাহক।
শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, তাঁরা ৭৬ বছর বয়সী এই ধনকুবেরের সঙ্গে কাজ করেছেন—এমন অনেকের সঙ্গে কথা বলেছেন। তাতে অভিযোগ করা হয়, ওয়েন তাঁর ব্যক্তিগত অফিসে মেসেজ থেরাপিস্টদের একা পেলেই যৌন হয়রানি করতেন।
এর আগে গত বছর ডেমোক্রেট দলের দাতা ও হলিউডের নির্বাহী প্রযোজক হার্ভেই উয়েনেস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে।