এক হাজার দিনের মধ্যে ভারতের সব গ্রামে বিদ্যুৎ

ভারতের প্রতিটি গ্রামে এক হাজার দিনের মধ্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের ৬৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শনিবার দিল্লির ঐতিহাসিক লাল কেল্লায় দেওয়া ভাষণে এ কথা বলেন মোদি। নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে ভারত।
স্বাধীনতা দিবসের ভাষণে রাজ্য সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়ে মোদি বলেন, ‘স্বাধীনতার কয়েক দশক পরও ভারতের ১৮ হাজার ৫০০ গ্রাম এখনো বিদ্যুৎবিহীন। তাই আমি রাজ্যসহ সংশ্লিষ্ট সবার প্রতি আগামী এক হাজার দিনের মধ্যে সব গ্রামে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি।’
উল্লেখ্য, ডানপন্থী প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে দেশটির দরিদ্র জনগোষ্ঠীর জন্য তেমন কিছু না করার অভিযোগ রয়েছে। তবে তিনি বলেন, ‘সরকারি প্রকল্পের আওতায় এই প্রথম ১৭ কোটি লোককে ব্যাংকে হিসাব খোলার ব্যবস্থা সফলভাবে করা হয়েছে।’
মোদি আরো বলেন, ‘এটা কোনো সাদামাটা সকাল নয়। এটা স্বপ্নের প্রত্যাশার সকাল, ১২৫ কোটি ভারতীয়র আকাঙ্ক্ষার সকাল। অগ্রাধিকার ভিত্তিতে আর্থিক খাতে দরিদ্রদের অন্তর্ভুক্ত করা হচ্ছে যা কয়েক দশক ধরে কেবল ভাবনার মধ্যেই ছিল। কিন্তু ১৭ কোটি লোককে ভারতের ব্যাংকব্যবস্থার আওতায় আনতে পেরে আমি গর্বিত। আমরা আমাদের কথা রেখেছি।’
মোদি বলেন, ‘উন্নয়ন ধারার সর্বনিম্ন পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীর বাস। আমাদের সে ধারাকে জোরদার করতে হবে। কারণ তাদের ক্ষমতায়িত করা হলে কেউ আর আমাদের থামিয়ে রাখতে পারবে না।’