পুতুলের সঙ্গে সম্পর্ক, সম্মতি স্ত্রীর

স্ত্রীর টাইনের সঙ্গে সংসার করেছেন ৩৬ বছর। এর পরই ঘরে আনলেন নতুন সঙ্গিনী। ‘এপ্রিল’ নামের ওই সঙ্গিনী আসলে একটি সেক্স ডল। বর্তমানে দুজনকে নিয়ে ভালোই কাটছে যুক্তরাষ্ট্রের বাসিন্দা জেমসের দিনরাত।
সংবাদমাধ্যম মিরর জানায়, দুই লাখ টাকা (দুই হাজার ইউরো) খরচ করে এপ্রিলকে কেনেন জেমস। সপ্তাহে চারদিন সেটির সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। এমনকি অনেক সময় রাতের খাবারও খেতে যান একসঙ্গে।
জেমসের স্ত্রী টাইনের বয়স ৫৮ বছর। স্বামীর এই নতুন শখে পুরো সম্মতি রয়েছে তাঁর। প্রথম দিকে বেশ অস্বস্তিতে ভুগতেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যায় বলে জানান টাইন।
তবে ‘স্ত্রী, নাকি পুতুল সঙ্গিনী’ কাকে বেশি ভালোবাসেন তা নিয়ে বেশ দ্বন্দ্বে ভোগেন জেমস। তিনি বলেন, ‘যদি আমার স্ত্রী ও এপ্রিলের মধ্য থেকে কাউকে বেছে নিতে বলা হয়, তাহলে আমি সত্যি জানি না কী করব।’
এপ্রিলকে প্রথম ব্যবহার করেন এমিস নামের একজন প্রকৌশলী। তিনি জানান, বিছানায় পুতুলটি একেবারে আসল নারীর মতো। সেগুলোকে যেভাবে খুশি ব্যবহার করা যায়। তবে এপ্রিলের সঙ্গে বিছানায় যাওয়াটা সম্পর্কের একটি ছোট অংশ ছিল। পুতুলটির প্রতি অনুভূতি ছিল অনেক গভীর।